scorecardresearch

বড় খবর

‘নাটের গুরু’ কেজরিওয়ালই…! বিরাট দাবি বিজেপির, রাজধানী জুড়ে হৈ-হৈ কাণ্ড

তদন্তে সহযোগিতা করেননি,”সিসোদিয়া আর তার জেরেই গ্রেফতার হন দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আপনেতা।

manish sisodia, delhi news, manish sisodia arrested, arvind kejriwal, kejriwal on sisodia arrest, manish sisodia news, manish sisodia cbi, manish sisodia cbi news, delhi news, delhi news live, delhi latest news, delhi mayor, delhi news live updates, manish sisodia arrested, cbi arrests manish sisodia, delhi excide policy case, aap protest"

‘সিবিআইয়ের প্রতি সিসোদিয়ার অগাধ শ্রদ্ধা…! রাজনৈতিক চাপ অনেকটাই বেশি ছিল” সিসোদিয়াকে গ্রেফতারের একদিন পড়ে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি জুড়ে আপ কর্মীদের বিক্ষোভের জেরে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। “সিসোদিয়া তদন্তে সহযোগিতা করেননি এমনটাই দাবি করেছে সিবিআই আধিকারিকরা।

তদন্তে সহযোগিতা করেননি,”সিসোদিয়া আর তার জেরেই গ্রেফতার হন দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আপনেতা। সিবিআই গ্রেফতারের আপ বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলে, “গণতন্ত্রের জন্য কালো দিন”! দিল্লি মদ কেলেঙ্কারির ঘটনায় মনীশ সিসোদিয়ার গ্রেফতারির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শন করছে আপ।

রবিবার আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিসোদিয়াকে সিবিআই গ্রেফতার করার পরপরই, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ‘নাটের গুরু’ বলে উল্লেখ করে বলে, আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালই ‘আসল অপরাধী’ বলে অভিহিত করেন। ‘আবগারি নীতি কেলেঙ্কারিতে সিবিআই তদন্তের জন্য এল-জি বিনাই কুমার সাক্সেনার সুপারিশের ভিত্তির ভিত্তিতে গত বছরের জুলাই থেকে, বিজেপি ধীরে ধীরে দিল্লি সরকারের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে সুর চড়িয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Cbi officers have huge respect for sisodia political pressure was high says arvind kejriwal