Advertisment

অসুস্থ, সিবিআইকে জানালেন অনুব্রত, এড়ালেন হাজিরা, রবিবারের যাওয়া নিয়েও প্রশ্ন

গরু পাচারকাণ্ডে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc anubrata mandal gets huge relief in mongolkot case

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

হাসপাতাল থেকে ছাড়া পেতেই ফের ডাক সিবিআই-এর। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার মধ্যে কলকাতার নিজাম প্যালেসে হাজিরার জন্য তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। এই নিয়ে ষষ্ঠবারের জন্য সিবিআই তলব বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। এই নোটিসের কিছু পরেই আরও একটি নোটিস দিয়ে রবিবার সকাল সাড়ে ১১টায় তলব করা হয়েছে এই দোর্দদণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে। ভোট পরবর্তী হিংসার তদন্তেই এই তলব বলে সূত্রের খবর।

Advertisment

তবে, এ দিনও সিবিআইয়ের কাছে হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, হাজিরার নির্দিষ্ট সময় শেষের চার মিনিট আগে তাঁর আইনজীবীৃ ই-মেইল করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোন্দাদের কাছে। সেখানে উল্লেখ, 'অসুস্থতার জন্য যেতে পারছি না, হাঁটাচলা করতে পারছি না। চার সপ্তাহ চিকিৎসকরা বিস্রামের পরামর্শ দিয়েছে।'

প্রতিবারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই হাজিরা এড়িয়েছেন তৃণমূল নেতা। এবারও তার অন্যথা হল না। এখন দেখার রবিবার সিবিআই তলবে অনুব্রত হাজিরা দেন কিনা?

একটানা ১৭ দিনের চিকিৎসার পর শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল। আজ ফের তাঁকে তলব করে সিবিআই। গরু পাচারকাণ্ডে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। জানা গিয়েছে, অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চার সদস্যের একটি দল তৈরি করেছে সিবিআই। দু'দফায় হতে পারে জিজ্ঞাসাবাদ। প্রথমে ডিএসপি স্তরের আধিকারিকরা অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করবেন।

অনুব্রতকে ফের সিবিআই তলব নিয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রীর চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে, 'ওটা সিবিআই আর অনুব্রতর বিষয়, এখানে আমার কিছু বলার নেই।'

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অনুব্রতর হৃদযন্ত্রে দু'টি ব্লকেজ ধরা পড়েছে। একটানা বেশ কিছুদিন হাসপাতালে রেখেই চিকিৎসা করা হয়েছে তৃণমূল নেতার।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পুলিশি হানা, গ্রেফতার সিপিএম কর্মী খুনে অভিযুক্ত RSS নেতা

গত ৬ এপ্রিল থেকে অনুব্রত ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। এই ক'দিনে তাঁর একগুচ্ছ শারীরিক পরীক্ষা করা হয়েছে। স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট-সহ একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তৃণমূল নেতা। তবে বেশ কয়েকদিনের চিকিৎসায় আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। এখন কয়েক সপ্তাহ বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থেকে নিউটাউনের ফ্ল্যাটেই রয়েছেন অনুব্রত মণ্ডল। এবার তাঁকে ফের তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। গত ৬ এপ্রিলও তাঁকে তলব করেছিল সিবিআই। গরু পাচারকাণ্ডে কেন্দ্রীয় সংস্থার তলবের পর ৫ এপ্রিল রাতেই কলকাতায় এসে গিয়েছিলেন অনুব্রত। তবে ৬ তারিখ সকালে নিজাম প্যালেসের বদলে সোজা এসেসকেএম হাসপাতালে চলে গিয়েছিলেন তৃণমূল নেতা। বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগতে থাকায় তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয়েছিল এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে।

anubrata mondal cbi
Advertisment