Advertisment

কয়লা পাচারকাণ্ডে অভিষেক ঘনিষ্ঠ এই তৃণমূল বিধায়ককে তলব CBI-এর

কয়লাকাণ্ডে তদন্তের গতি আরও বাড়াল সিবিআই। আগেই এই মামলায় নাম জড়িয়েছে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
cbi raid at anubrata mandals bolpur house in cow smuggling case

অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে সিবিআই।

কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে এবার আরও এক তৃণমূল বিধায়ককে তলব করল সিবিআই। ক্যানিং-পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বিধায়কের সম্পত্তির খতিয়ান-সহ ব্যাঙ্কের নথি সঙ্গে আনতে বলেছে সিবিআই।

Advertisment

বাম জমানায় রেজ্জাক মোল্লার ঘনিষ্ঠ ছিলেন সওকত মোল্লা। তবে রাজ্যে পালাবদলের পর রেজ্জাকও যেমন তৃণমূলে যোগ দেন, তেমনি সওকতও শাসকদলের সঙ্গে যুক্ত হন। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকাত মোল্লা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত দক্ষিণ ২৪ পরগনার এই বিধায়ক। এবার তাঁকেই কয়লা কাণ্ডে তলব সিবিআইয়ের। তবে তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের ঠিক কী অভিযোগ রয়েছে, নির্দিষ্টভাবে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন- দিলীপকে ‘বড় দায়িত্ব’ দলের, ‘অপসারণ না উত্থান’ খোঁচা তথাগতর

কোটি-কোটি টাকার কয়লা পাচারকাণ্ডে একাধিক প্রভাবশালীর সরাসরি যোগ রয়েছে বলে মনে করছে সিবিআই। ইতিমধ্যেই কয়লা কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর স্ত্রী রুজিরাকেও কয়লাকাণ্ডে একাধিকবার সমন পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডি। দিল্লিতে ডেকে অভিষেককে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদও করেছেন ইডির আধিকারিকরা।

তবে তাঁর ও দলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগই ভিত্তহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে পাল্টা তোপ দেগেছেন অভিষেক। এবার তাঁরই ঘনিষ্ঠ এক নেতাকে ডেকে পাঠাল সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সওকত মোল্লার সম্পত্তির যাবতীয় তথ্য-প্রমাণ, ব্যাঙ্ক-ডিটেলস, আধার-প্যান কার্ড নিয়ে তাঁকে দেখা করতে বলেছে সিবিআই।

cbi Coal Smuggling TMC MLA Coal Smuggling Case
Advertisment