এবার শিক্ষা মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস ধরাল সিবিআই। আইকোর মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই এই নোটিস বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। আগামী সপ্তাহে পার্থবাবুকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি সপ্তাহেই আইকোর মামলায় সিবিআই সবং-য়ের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে নোটিস দিয়ে তলব করেছে। ১৫ই মার্চের মধ্যে তাঁকে হাজিরার কথা জানানো হয়েছে।
এ রাজ্যের চিটফান্ডকাণ্ডের তদন্ত করছে সিবিআই। সারদার পাশাপাশি তদন্তের আওতায় রয়েছে আইকোর, প্রয়াগ সহ নানা চিটফান্ড সংস্থার দুর্নীতি। আইকোর মামলার তদন্তে নেমে সংস্থার দুই কর্ণধান অনুকূল মাইতি ও তাঁর স্ত্রীকে আগেই গ্রেফতার করেছে সিবিআই। বন্দি অবস্থাতে অনুকূল মাইতির মৃত্যু হলেও এর আগে জেরায় একাধিক তথ্য মিলেছে বলে দাবি গোয়েন্দাদের। সেই তথ্যের উপর ভিত্তি করেই পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে আগ্রহী।
আরও পড়ুন: সারদা-কাণ্ডে মদন মিত্রকে তলব ইডি-র, ভোটের মুখে তুঙ্গে তদন্ত তৎপরতা
সিবিআই তলব প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, 'যে সৎ, সে ভয় পায় না৷ যা ইচ্ছে তাই করুক৷ যতক্ষণ পর্যন্ত না দেখছি নোটিসে কী রয়েছে, ততক্ষণ আমি কিছু বলব না৷' তৃণমূলের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের পর পর তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
তবে, এই প্রথম নয়। এর আগেও আইকোর চিটফান্ডকাণ্ডের তদন্তে পার্থবাবুকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই৷ আইকোরের একটি অনুষ্ঠানে পার্থবাবুকে দেখা গিয়েছিল বলে সিবিআই গোয়েন্দাদের দাবি৷ আইকোর মামলার তদন্তে একটি অ্যাকাউন্টের খোঁজ মিলেছে বলে সূত্রের খবর। সেই সূত্রেই পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব বলে সিবিআই সূত্রে খবর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন