২8 অক্টোবর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার শীর্ষ পদ থেকে অপসারিত হয়েছেন অলোক ভার্মা। মঙ্গলবার মধ্যরাতের নির্দেশ বলা হয়, ১৯৮৬ ব্যাচের ওড়িশা ক্যাডার অফিসার ও যুগ্ম ডিরেক্টর এম নাগেশ্বর রাও এবার সিবিআই ডিরেক্টরের দায়িত্বে নেবেন। সিবিআই-এর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার বৈধতা প্রসঙ্গে বৃহস্পতিবার নরেন্দ্র মোদীকে খোলা চিঠি দিলেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।
Advertisment
তিন পৃষ্ঠার চিঠিতে খাড়গে লিখেছেন, সিবিআই ডিরেক্টরকে অপসারণের ক্ষমতা যেমন কেন্দ্রের হাতে নেই, তেমনই পরবর্তী ডিরেক্টরের নাম প্রস্তাব করার অধিকার সেন্ট্রাল ভিজিল্যান্স কমিটির নেই। মঈন কুরেশি মামলায় সিবিআই-এর এক এবং দু’ নম্বরে থাকা অলোক ভার্মা এবং রাকেশ আস্থানা, দুই আধিকারিককেই দায়িত্ব থেকে অপসারিত করে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
অলোক ভার্মার অপসারণ প্রসঙ্গে কংগ্রেস নেতা বলেছেন, "ভার্মাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে তেমন কোনো যুক্তি নেই। কেন্দ্রের রাতারাতি এই সিদ্ধান্তের পেছনে একমাত্র কারণ হচ্ছে স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে যে তদন্ত চলছে, মাঝপথে তা বন্ধ করে দেওয়া। কারণ তদন্ত হলে অস্বস্তিতে পড়তে হবে কেন্দ্রকেই"। খাগরে তাঁর চিঠিতে আরও বলেন, "সরকার কিম্বা ভিজিল্যান্স কমিটি কেউই সিবিআই ডিরেক্টরের মেয়াদ ঠিক করে দিতে পারে না"।
অলোক ভার্মার অপসারণকে 'অবৈধ' তকমা দিয়ে মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, "কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় স্বচ্ছতা আনার জন্য ক্ষমতার রদবদল হয়নি, বরং রাফালে চুক্তি সহ কেন্দ্রের নানা কেলেঙ্কারিকে ধামা চাপা দিতেই সরকারের এই সিদ্ধান্ত"।
রাজধানীতে এক সাংবাদিক বৈঠকে নরেন্দ্র মোদীর নাম না করেই খাড়গে বলেন "রাষ্ট্রপ্রধানের চোখের ঘুম কেড়ে নেওয়া হয়েছিল। তাই কি মঙ্গলবার মাঝ রাতে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হল ভার্মাকে? নরেন্দ্র মোদী এবং তাঁর রাজনৈতিক সঙ্গী অমিত শাহ তাদের কুখ্যাত 'গুজরাত মডেল'-এর জন্য পরিচিত। এবারেও কী ঠিক যে মুহূর্তে গোয়েন্দা সংস্থার শীর্ষ আধিকারিক রাফালে চুক্তি নিয়ে সব কেলেঙ্কারির কথা ফাঁস করে দিতে চেয়েছে, তখনই রাতারাতি মুখ বন্ধ করার জন্য ক্ষমতা থেকেই সরিয়ে দেওয়া হল তাঁকে"?
মোদীর উদ্দেশে লেখা চিঠিতে খাড়গে বলেন, "কতটা নির্লজ্জ এবং স্থূল উপায়ে সস্তা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে আইবি, সিবিআই, সিভিসি-র মতো সংস্থাগুলোকে কাজে লাগাতে পারে কেন্দ্র, তা স্পষ্ট হয় এই ঘটনা থেকে"। "রাত ২ টোর সময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অন্তর্বর্তীকালীন প্রধান নিয়োগ ভারতীয় সংবিধানের নিয়ম বহির্ভূত", চিঠিতে উল্লেখ করেছেন খাড়গে।