Advertisment

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে অভব্য আচরণ? স্বাধিকার ভঙ্গের দায়ে পড়তে পারেন শান্তনু সেন

Parliament Budget Session: তৃণমূলের অভিযোগ, সাংসদ শান্তনু সেনের সঙ্গে দুর্ব্যবহার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী।

author-image
IE Bangla Web Desk
New Update
Parliament, Monsoon Session, Covid-19

১৯ জুলাই থেকে থেকে শুরু হয়েছে বাদল অধিবেশন।

Parliament Budget Session: সংসদে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। তৃণমূল সাংসদদের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ আনতে চলেছে বিজেপি। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজ্যসভায় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে কাগজ টেনে ছিঁড়ে ফেলেন শান্তনু সেন। সেই সময় সংসদের উচ্চকক্ষে বক্তব্য রাখছিলেন ওই মন্ত্রী। পাশাপাশি চলছিল দৈনিক ভাস্করের অফিসে আয়কর হানার প্রতিবাদে বিরোধী সাংসদদের হল্লা। তখনই বৈষ্ণবের দিকে এগিয়ে গিয়ে তাঁর থেকে কাগজ টেনে ছিঁড়ে চেয়ারম্যানের দিকে ছুঁড়ে দেন শান্তনু। এরপরেই শান্তনুর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগে সরব হয়েছিলেন বিজেপি সাংসদরা।

Advertisment

তাঁর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ এনে সাসপেন্ডের জন্য চেয়ারম্যানের কাছে দরবার করবে বিজেপি। এমনটাই সূত্রের খবর। যদিও তৃণমূল পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ তুলেছে সরকারের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, সাংসদ শান্তনু সেনের সঙ্গে দুর্ব্যবহার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী।

শান্তনু বলেন, ‘সভা মুলতবি হয়ে যাওয়ার পর হঠাৎই হরদীপ পুরী আমাকে অভদ্র ভাবে ডাকেন। আমি তাঁর কাছে যাওয়ার পর হুমকি দিতে শুরু করেন। আমাকে গালিগালাজ করেন। এমনকি হামলারও চেষ্টা হয়। আমাকে পুরো ঘিরে ফেলা হয়েছিল। সহকর্মীরা সেটা দেখতে পেয়ে আমাকে উদ্ধার করেন। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।‘

সোমবার থেকে সংসদ শুরু হওয়ার পরেই পেগসাস-কাণ্ডে উত্তাল থেকেছে দুই কক্ষ। বারবার মুলতুবি করা হয়েছে দুই কক্ষের অধিবেশন। এদিনেও তার অন্যথা হয়নি। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এদিন প্রতিবাদীদের সাংসদদের বলেন, ‘সংসদকক্ষ স্লোগান তোলার জায়গা নয়। এতে মর্যাদা ক্ষুন্ন হয়। তাতেও কমেনি বিরোধীদের ঝাঁঝ।‘

এদিকে, বৃহস্পতিবার দিল্লিতে পেগাসাস-কাণ্ডে সরব হয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের তিন সাংসদ ডেরেক ও ব্রায়েন, সুখেন্দু শেখর রায় এবং শান্তনু সেন। তৃণমূলের তরফে প্রশ্ন, ‘পেগাসাস নিয়ে প্রধানমন্ত্রী চুপ কেন? সংদদের ভিতর-বাইরে এই নিয়ে প্রতিবাদ চলবে।‘ পেগাসাস নিয়ে তদন্ত হোক এই দাবি করে ঘাসফুল শিবিরের মন্তব্য, সামরিক নিরাপত্তার স্পাইওয়্যার সফটওয়ার দিয়ে আপনি ফোন ট্যাপ করছেন! এটা কি ভিডিও গেম? এটা জনস্বার্থ। রাজ্যের শাসক দলের মোদী সরকারকে প্রশ্ন, ‘আপনারা পেগাসাস সফটওয়্যার ব্যবহার করেছেন? হা কি না-তে আমরা জবাব চাই?’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

TMC MP Rajya Sabha Pegasus Row
Advertisment