Advertisment

বিপর্যয় মোকাবিলা আইনে আলাপনকে শোকজ কেন্দ্রের, ৩ দিনের মধ্যে জবাব তলব

মুখ্যসচিব পদে অবসরের পর প্রাক্তন মুখ্যসচিবের বিরুদ্ধে কেন্দ্রের এই কড়া পদক্ষেপের জেরে রাজ্য-কেন্দ্র সংঘাতে নয়া মোড়।

author-image
IE Bangla Web Desk
New Update
Alapan Banerjee

রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে এবার শোকজ নোটিশ দিল কেন্দ্র। জানা গিয়েছে, ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনে এই শোকজ নোটিশ দেওয়া হয়েছে। ৩ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে তাঁর। গত শুক্রবার প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠকে আলাপনবাবু কেন উপস্থিত ছিলেন না? সূত্রের খবর, শোকজে তা জানতে চাওয়া হয়েছে।

Advertisment

মুখ্যসচিব পদে অবসর নেওয়ার পরও আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রের এই কড়া পদক্ষেপের জেরে রাজ্য-কেন্দ্র সংঘাত নয়া মোড় নিল বলেই মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের আন্ডার সেক্রেটারি আশিস কুমার সিংয়ের পাঠানো ওই চিঠিতে আলাপনকে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব বলেই সম্বোধন করা হয়েছে। চিঠিতে উল্লেখ, ২০০৫ সালেরবিপর্যয় মোকাবিলা আইনের ৫১ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী ডাকা বৈঠকে না হাজির হয়ে নিয়ম লংঘন করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তাহলে কেন তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না? 3 দিনের মধ্যে লিখিত ভাবে তা জানাতে হবে।

আরও পড়ুন- করদাতাদের টাকা লুটে আলাপনকে বেতন দেবেন মমতা, বিস্ফোরক দাবি শুভেন্দুর

নবান্ন সূত্রের খবর, নির্ধারিত সময়ের মধ্যেই আলাপন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের ওই শোকজের জবাব দেবেন। গতকাল অবসরের পর এদিন বিকেলেই মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে কাজে যোগ দেবেন প্রাক্তন মুখ্যসচিব।

উল্লেখ্য, রাজ্যের আর্জি মেনে কার্যকালের মেয়াদবৃদ্ধির অনুমতি দিলেও মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলির নির্দেশ দেয় কেন্দ্র সরকার। যা নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন তুঙ্গে ওঠে। রাজ্যের মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে পাঠানোর নির্দেশ প্রত্যাহারের জন্য শনিবারই প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দেন। সোমবার দিল্লিতে যাননি আলাপনবাবু। পরে ওই দিন বিকেলে কেন্দ্রের তরফে ফের রাজ্যের মুখ্যসচিবকে নর্থ ব্লকে কাজে যোগদানের নির্দেশ দেয় কেন্দ্র। এরপরই সাংবাদিক বৈঠকে করেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নিচ্ছেন। মঙ্গলবার থেকে তিনি মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসাবে কাজ করবেন। আগামী তিন বছরের জন্য আনাপন বন্দ্যোপাধ্যায়কে এই নিয়োগ দেওয়া হল।

যদিও এদিনের শোকজের পর এই বিতর্ক নতুন করে মাথাচাড় দিল বলেই মনে করা হচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Modi Government West Bengal Alapan Banerjee
Advertisment