Governor Reshuffle: সপ্তাহ ঘুরলেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ। দ্বিতীয় মোদী সরকারের দুই বছর পর এই রদবদলের সম্ভাবনা। এমনটাই জানিয়েছে সাউথ ব্লক। ইতিমধ্যে মহারাষ্ট্রে সমীকরণ বদলের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। জোট সরকার থেকে বেরিয়ে এসে স্বাভাবিক বন্ধু বিজেপির সঙ্গে হাত মেলাতে পারে শিব সেনা। ফলে ফের এনডিএ-র শরিক হিসেবে দেখা যেতে পারে উদ্ধব ঠাকরের দলকে। এই সমীকরণ আদৌ মিলবে কিনা ঠিক নেই। কিন্তু মোদী মন্ত্রিসভার সম্প্রসারণ মাথায় রেখেই ৮ রাজ্যের রাজ্যপাল পদে অদলবদল করল স্বরাষ্ট্র মন্ত্রক। কিছু রাজ্যের নতুন রাজ্যপাল নিয়োগ হয়েছে। কিছু রাজ্যের বদলেছে রাজ্যপাল মুখ। তাৎপর্যপূর্ণ ভাবে মোদী মন্ত্রিসভার পরিচিত মুখ তওহরচাঁদ গেহলটকে কর্নাটকের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে।
এই গেহলট রাজ্যসভায় বিজেপির পরিষদীয় দলনেতা ছিলেন। ফলে রাজ্যপাল হিসেবে তার নিয়োগে একটি আসন সংসদের উচ্চকক্ষে খালি হল। এমনটাই সরকারি সূত্রে খবর। সংসদে বাদল অধিবেশন চলতি মাসের তৃতীয় সপ্তাহেই শুরু হওয়ার কথা। সেই অধিবনেশনেই গেহলটের বদলি হিসেবে রাজ্যসভার দলনেতা হিসেবে নতুন মুখ দেখতে পারে সংসদ। তবে শুধু কর্নাটক নয়, মিজোরাম, মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশেও বদলেছে রাজ্যপাল। বিশাখাপত্তনমের প্রাক্তন বিজেপি সাংসদ হরিবাবু কাম্ভাপাতিকে মিজোরামের রাজ্যপাল নিয়োগ করা হয়েছে।
গুজরাত বিজেপির প্রবীণ নেতা মঙ্গুভাই ছগনভাইকে মধ্যপ্রদেশের রাজ্যপাল আর গোয়া বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে হিমাচল প্রদেশের রাজ্যপাল নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। মিজোরাম থেকে গোয়ার রাজ্যপাল হলেন শ্রীধরণ পিল্লাই। বন্দারু দত্তাত্রেয়কে হিমাচল প্রদেশ থেকে হরিয়ানার রাজ্যপাল করা হয়েছে। সত্যদেব নারায়ণ হরিয়ানা থেকে ত্রিপুরার রাজ্যপাল হলেন।
পাশাপাশি রমেশ বৈশকে ত্রিপুরা থেকে সরিয়ে ঝাড়খণ্ডের রাজ্যপাল করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনের জারি করা নির্দেশিকায় এই রদবদলের উল্লেখ রয়েছে। এদিকে বিজেপি সূত্রে খবর, যে রাজ্য নতুন রাজ্যপাল নিয়োগ হয়েছে বা রাজ ভবনে রদবদল হয়েছে, সেই রাজ্যগুলোয় আগামি দুই বছরে বিধানসভা নির্বাচন। ভোট পরবর্তী পর্যায়ে ক্ষমতার ভারসাম্য বজায়ে রাজ্য ভবনের গুরুত্ব ইতিবাচক রাখতেই এই রদবদল। এমনটাই গেরুয়া শিবির সূত্রে খবর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন