Advertisment

একদা বিরোধী দলনেতা! সেই চরণজিৎ সিং চান্নি পাঞ্জাবে ক্যাপ্টেনের উত্তরসূরী

Punjab Chief Minister: সোমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন এই দলিত নেতা। এমনটাই পঞ্জাব কংগ্রেস সূত্রে খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
Punjab CM, Charanjit Singh, Captain Amrinder

চরণজিত সিং। ফাইল ছবি

Punjab Chief Minsiter: চরণজিত সিং চান্নিকে পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মন্ত্রিসভায় প্রযুক্তিশিক্ষা, শিল্প প্রশিক্ষণ দফতরের মন্ত্রী ছিলেন। পূর্বতন অকালি দল-বিজেপি সরকারের আমলে বিরোধী দলনেতা হিসেবে কাজ সামলিয়েছেন এই দলিত নেতা। এই প্রথম পঞ্জাব কোনও দলিত মুখ্যমন্ত্রী পেল। এদিন হাইকমান্ডের এই সিদ্ধান্ত ট্যুইট করে প্রকাশ্যে এনেছেন পাঞ্জাবের পর্যবেক্ষক হরিশ রাওয়াত।

Advertisment

সূত্রের খবর, তাঁর পূর্বসুরি ক্যাপ্টেনের বিরোধী গোষ্ঠীর বিধায়ক চান্নি। রাজ্যের উন্নয়নে কংগ্রেস নেতৃত্বের তোলা সমস্যা সমধানে আগ্রহী নয় অমরিন্দর সিং। এমন অভিযোগ বারবার তুলেছেন তিনি। এমনকি পঞ্জাবে দলিত আন্দোলনের অন্যতম পুরোধা চমকাউর সাহিবের এই বিধায়ক।

দলে রাহুল ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত চান্নি। এর আগে পঞ্জাব রাজনীতিতে হিন্দু নেতা হিসেবে পরিচিত সুনীল জাখরের নাম মুখ্যমন্ত্রী হিসেবে উঠলেও দলীয় সাংসদদের আপত্তিতে খারিজ হয় সেই নাম।   

এদিন টুইট করে চান্নির নাম ঘোষণা করে রাওয়াত লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে চরণজিৎ সিং চান্নিকে সর্বসম্মতভাবে পাঞ্জাব কংগ্রেসের পরিষদীয় দলের নেতা বেছে নেওয়া হয়েছে। ক্যাপ্টেনের স্থলাভিষিক্ত হচ্ছেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী।

তৃণমূল স্তরের নেতা ছিলেন চান্নি। ২০০০ সালে কংগ্রেসের টিকিটে পুরভোটে জিতে যাত্রা শুরু চান্নির। ২০০৭ সালে দলের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ করে নির্দল দাঁড়িয়ে জেতেন। তারপর শিরোমণি অকালি দলের সমর্থন পেয়ে মনপ্রীত বাদলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিতি পান। মনপ্রীত বাদলও ক্যাপ্টেনের মন্ত্রিসভার সদস্য ছিলেন।

আরও পড়ুন প্রথমবার পাঞ্জাবের কুর্সিতে দলিত নেতা, ইতিহাসে নাম লেখালেন চরণজিৎ সিং চান্নি

বরাবরই ব্যতিক্রমী রাজনীতিবিদ চান্নি। সিস্টেমে বদল এনেছিলেন তিনি। নিজেই নিজের গাড়ি চালাতেন, ছিল না চালক। টোল ট্যাক্সও দিতেন, ভিআইপি সংস্কৃতির ধার ধারেননি। ২০১০ সালে ক্যাপ্টেনের কথায় ফের কংগ্রেসে ফেরেন চান্নি। তারপর দলের শীর্ষ নেতা সি পি জোশীর সংস্পর্শে আসেন। জোশী তখন রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক ছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Punjab CM captain Amrinder Singh Punjab Congress
Advertisment