Advertisment

পঞ্জাবে ইতিহাস চান্নির, এই প্রথম মুখ্যমন্ত্রী পদে শপথ দলিত নেতার

পঞ্জাবের প্রধান বিরোধী দল আম আদমি পার্টি মুখ্যমন্ত্রী পদে চান্নির নিয়োগকে স্বাগত জানিয়েছে। তবে চান্নির নিয়োগ নিয়ে কটাক্ষ বিজেপির।

author-image
IE Bangla Web Desk
New Update
Charanjit Singh Channi takes oath as Punjab Chief Minister

পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ চরণজিৎ সিং চান্নির

শপথ নিলেন পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। পঞ্চাবের চামকৌর সাহেবের বিধায়ক চান্নি রাজ্যের গত এসএডি-বিজেপি সরকারের আমলে বিরোধী দলনেতা ছিলেন। দলিত শিখ সম্প্রদায়ের চান্নিকে পঞ্জাবে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে আপাতত রাশ নিজের হাতেই রাখল গান্ধী পরিবার। এমনই মনে করছে রাজনৈতিক মহল। এদিন মুখ্যমন্ত্রী পদে চরণজিৎ সিং চান্নির শপথের পাশাপাশি পঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন সুখজিন্দর রান্ধওয়া এবং ওপি সোনি। ঐতিহাসিক এই শপথ অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন রাহুল গান্ধী।

Advertisment

শনিবার আচমকা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। এমনিতেই তাঁর সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধুর 'মধুর' সম্পর্ক সর্বজনবিদিত। এরই পাশাপাশি বিধায়কদের একাংশ অমরেন্দ্রর প্রতি অনাস্থা জ্ঞাপন করেছিলেন বেশ কিছুদিন ধরেই। দলের লাইন না মেনে অমরেন্দ্র সিং নিজের কায়দায় সরকার চালানোর চেষ্টা করছিলেন বলেও অভিযোগ তোলে হাত শিবিরের একাংশ। অমরেন্দ্রের এই আচরণে ক্ষোভ ছিল গান্ধী পরিবারেও। তাই শেষমেশ গান্ধী পরিবারের বিরাগভাজন হতেই পদ খোয়াতে হয় ক্যাপ্টেনকে।

অমরেন্দ্র সিংয়ের বদলে দলিত নেতা চরণজিৎ সিং চান্নিকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে পঞ্জাবে দলের মাত্রাছাড়া কোন্দলে রাশ টানার চেষ্টা গান্ধী পরিবারের। কারণ, চরণজিৎ দলিত নেতা। তাই তাঁর বিরুদ্ধে সরাসরি বিদ্রোহে গেলে উল্টে বিড়ম্বনা বাড়তে পারে অমরেন্দ্র গোষ্ঠীর বিধায়কদেরই। উল্লেখ্য, চান্নি রাজ্যের দলিত সমস্যা নিয়ে সোচ্চার ছিলেন। এমনকী অমরেন্দ্র সিংয়ের সরকারের একাধিক নীতির বিরুদ্ধেও একসময় প্রকাশ্যে মুখ খুলেছিলেন তিনি।

অল্প কিছুদিনের মধ্যেই চরণজিৎ সিং চান্নি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন। অমরেন্দ্র মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়ার পরে সেই জায়গায় হিন্দু নেতা সুনীল জাখরকে বসানোর চেষ্টা হয়। তবে এই চেষ্টার বিরোধিতা করেন দুই জাঠ শিখ সুখজিন্দর সিং রন্ধাওয়া এবং পঞ্জাব প্রদেশের কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধু। জাখরের পরেই তাই গান্ধী পরিবারের সেকেন্ড চয়েজ হয়ে ওঠেন চরণজিৎ সিং চান্নি। তাঁকেই বসানো হয় মুখ্যমন্ত্রীর কুর্সিতে।

আরও পড়ুন- এখনও মেলেনি অভিষেকের পদযাত্রার অনুমতি, ত্রিপুরা হাইকোর্টে তৃণমূল

চান্নির মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি পঞ্জাবে দলে আরও গুরুত্ব বেড়েছে রাজ্য কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধুর। তবে চান্নির সঙ্গে সিধুর এই পথ চলা কতটা মসৃণ হবে তা অবশ্য সময় বলবে। এদিকে, পঞ্জাবের প্রধান বিরোধী দল আম আদমি পার্টি মুখ্যমন্ত্রী পদে চরণজিৎ সিং চান্নির নিয়োগকে স্বাগত জানিয়েছে। শিরোমণি আকালি দল এব্যাপারে কোনও বিবৃতি দেয়নি। এদিকে, বিজেপি অবশ্য মুখ্যমন্ত্রী পদে চান্নির নিয়োগ নিয়ে কটাক্ষ করেছে। এক্ষেত্রে ২০১৮ সালে একজন আইএএস অফিসারের অভিযোগকে ঢাল করেছে গেরুয়া শিবির। চান্নি ওই অফিসারকে আপত্তিকর মেসেজ পাঠিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল।

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Punjab Congress CONGRESS Punjab Charanjit Singh Channi Punjab CM rahul gandhi Oath Ceremony
Advertisment