গেরুয়া শিবিরে ধ্বস নামিয়ে ছত্তিসগড়-সহ তিন রাজ্যে ক্ষমতায় এসেছে কংগ্রেস। শপথ নেওয়ার একদিনের মাথায় রাজ্যে কৃষিঋণ মকুবের কথা ঘোষণা করেছিলেন নতুন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। দিন কয়েক কাটতে না কাটতেই জানালেন, বাস্তারে টাটা স্টিলের জন্য অধিগ্রহণ করা জমি ফিরিয়ে দেওয়া হবে কৃষকদের।
সূত্রের খবর অনুযায়ী, ছত্তিসগড়ে সরকারি আমলাদের ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে জমি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য। মঙ্গলবার ছত্তিসগড়ের বাকি মন্ত্রীদের শপথ গ্রহণের পর মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
নির্বাচনী প্রচার চালানোর সময়েই কংগ্রেস জানিয়েছিল, জমি অধিগ্রহণের পাঁচ বছরের মধ্যে প্রকল্প বাস্তবায়িত না হলে কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হবে। বিধানসভার আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আবারও প্রতিশ্রুতিবদ্ধ হন ছত্তিসগড়ের কৃষকদের কাছে।
আরও পড়ুন, জোট সম্ভাবনা উড়িয়ে শিবসেনার মুখে শোনা গেল ‘চৌকিদার চোর হ্যায়’
২০০৫ সালে বিজেপি সরকার এবং টাটা স্টিলের মধ্যে একটি ১৯৫০০ কোটি টাকার মউ স্বাক্ষরিত হয়েছিল। আদিবাসীদের থেকে ১৭৬৪ হেক্টর জমি অধিগ্রহণ করেছিল রাজ্য সরকার। বাস্তারের ১০টি গ্রাম থেকে জমি অধিগ্রহণ করা হয়েছিল। জমি অধিগ্রহণ প্রক্রিয়া নিয়ে অশান্তি ছড়িয়েছিল বাস্তার এলাকায়। সমাজকর্মীদের অভিযোগ ছিল, বঞ্চিত করা হচ্ছে কৃষকদের। শেষমেশ ১৭০৭ জন কৃষকের মধ্যে ১১৬৫জন সরকারকে ক্ষতিপূরণের পরিবর্তে জমি দিতে রাজি হয়।
২০১৬ সালে জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়নি, এই কারণ দেখিয়ে টাটা স্টিল জানিয়ে দেয়, তাঁদের প্রকল্প বাতিল করা হল। জমি অধিগ্রহণের কাজে বিলম্ব হওয়ার কারণ হিসেবে, মাওবাদী হুমকি, কৃষক বিক্ষোভের মতো নানা ঘটনার কথা উল্লেখ করেছিল ছত্তিসগড় সরকার।
কংগ্রেস সরকারের সিদ্ধান্ত কার্যকর হলে তা হবে 'বৈপ্লবিক' পদক্ষেপ, জানিয়েছেন কংগ্রেসের একাধিক বর্ষীয়ান নেতা। "সিঙ্গুরেও এমনটাই হয়েছিল। বাস্তারেও জমি অধিগ্রহণ নিয়ে বিক্ষোভ হয়েছিল। যুব সম্প্রদায়ের একটা বড় অংশের সরকারের প্রতি মোহভঙ্গ হয়েছিল", বললেন এক কংগ্রেস নেতা।