Advertisment

সরকার চাইলে ২৫ টাকা প্রতি লিটার দাম কমতে পারে পেট্রোলের, বলছেন চিদাম্বরম

পেট্রোলের দাম লিটার প্রতি অন্তত ২৫ টাকা করে কমানো যায়, অথচ কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন না। আজ দিল্লিতে এই মর্মে ট্যুইট করেছেন কংগ্রেস নেতা এবং প্ৰাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম।

author-image
IE Bangla Web Desk
New Update
petrol

আজ ফের আর একদফা দাম কমল পেট্রোল-ডিজেলের

পেট্রোলের দাম লিটার প্রতি অন্তত ২৫ টাকা করে কমানো যায়, অথচ কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন না। আজ দিল্লিতে এই মর্মে ট্যুইট করেছেন কংগ্রেস নেতা এবং প্ৰাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। "অন্তত ২৫ টাকা করে লিটার পিছু দাম কমানো সম্ভব, কিন্তু সরকার এক বা দু টাকা করে দাম কমিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন," লিখেছেন তিনি।

Advertisment

মঙ্গলবার দেশের চার মেট্রো শহরে প্রায় ৩০ পয়সা করে আবার মূল্যবৃদ্ধি হয় পেট্রোলের। সোমবার দিল্লি এবং মুম্বইতে দাম ছিল যথাক্রমে ৭৬.৮৭ টাকা প্রতি লিটার এবং ৮৪.৪০ টাকা। চিদাম্বরম আরও লিখেছেন, "কেন্দ্রীয় সরকার পেট্রোলের লিটার প্রতি ২৫ টাকা মুনাফা নিচ্ছেন, যে টাকা যাওয়া উচিত সাধারণ গ্রাহকের কাছে। অপরিশোধিত তেলের দাম পড়ে যাওয়াতে সরকার লিটার পিছু ১৫ টাকা করে বাঁচাচ্ছেন, তা সত্ত্বেও ১০ টাকা করে ট্যাক্স বসছে প্রতি লিটারে।"

(IANS)

Petrol price
Advertisment