Advertisment

‘মোদী মন্ত্রীদের মিথ্যা বলতে প্রশ্রয় দিচ্ছেন’, জামিন পেয়েই বিস্ফোরক চিদাম্বরম

দেশে আর্থিক মন্দা ইস্যুতে মোদী বাহিনীকে একহাত নিয়ে দুঁদে কংগ্রেস নেতার মন্তব্য, একগুঁয়ে ও জেদি মনোভাবের জন্য আসল কারণ অনুসন্ধান করতে পারছে না সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
chidambaram, চিদাম্বরম, পি চিদাম্বরম, চিদম্বরম, chidambaram latest news, চিদাম্বরমের খবর, chidambaram news, chidambaram case, জামিন পেলেন চিদাম্বরম, chidambaram bail, chidambaram bail news, chidambaram today news, pm modi, প্রধানমন্ত্রী, মোদী, মোদি, মোদীকে আক্রমণ চিদাম্বরমের, modi, narendra modi latest news, chidambaram live news, p chidambaram, p chidambaram latest news, p chidambaram bail, p chidambaram news

মোদী ও চিদাম্বরম।

১০৬ দিন জেলযাপনের পর মুক্তি পেয়ে প্রথম সাংবাদিক বৈঠক থেকেই মোদী সরকারের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানালেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। দেশে আর্থিক মন্দা ইস্যুতে মোদী বাহিনীকে একহাত নিয়ে দুঁদে কংগ্রেস নেতার মন্তব্য, একগুঁয়ে ও জেদি মনোভাবের জন্য আসল কারণ অনুসন্ধান করতে পারছে না সরকার। পাশাপাশি মোদীকে বিঁধে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রী অস্বাভাবিকভাবে নিশ্চুপ রয়েছেন। আর নিজের মন্ত্রীদের মিথ্যা বলতে প্রশ্রয় দিচ্ছেন’’।

Advertisment

মোদী সরকারকে নিশানা করতে এদিন জিডিপি-র হারের প্রসঙ্গ তুলে চিদাম্বরম বলেন, ‘‘এই সরকার এখন দেশের অর্থনীতির অযোগ্য পরিচালক’’। দেশের আর্থিক মন্দা নিয়ে বলতে গিয়ে এদিন নোট বাতিল, জিএসটি-র প্রসঙ্গও তোলেন চিদাম্বরম। তিনি বলেন, এই সরকার ভুল করছে। সমস্যার আসল কারণ ধরতে পারছে না। তাঁর মতে, দেশের আর্থিক ভিত পুনরুজ্জীবিত করা সম্ভব। কিন্তু এই সরকার তা করতে অদক্ষ। এ প্রসঙ্গে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা আরও বলেন, ‘‘আমার বিশ্বাস, দেশে অর্থনীতির এই আঁধার দূর করতে কংগ্রেস ও অন্য দলগুলো সক্ষম। কিন্তু আমাদের ভাল সময়ের জন্য অপেক্ষা করতে হবে’’।

আরও পড়ুন: ‘পেঁয়াজ নিয়ে আমার পরিবারের তেমন মাথাব্যথা নেই’, জানালেন অর্থমন্ত্রী

উল্লেখ্য, আইএনএক্স মিডিয়া মামলায় গ্রেফতার হওয়ার পর প্রায় ১০৬ দিন ধরে তিহার জেলে বন্দি ছিলেন পি চিদাম্বরম। বুধবার ইডি-র মামলায় চিদাম্বরমের জামিনের আর্জি শর্তসাপেক্ষে মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। গতকাল রাতে তিহার জেলে থেকে ছাড়া পান প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অগাস্ট মাসের এক রাতেই এই মামলায় চিদাম্বরমকে নাটকীয় ভাবে গ্রেফতার করেছিল সিবিআই। জেল থেকে বেরিয়ে চিদাম্বরম বলেন, ১০৬ দিন ধরে তাঁকে জেলে পুরে রাখল। অথচ এখনও তাঁর বিরুদ্ধে একটাও চার্জ গঠন করা হয়নি। তিনি যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সে কথাও বলেন চিদাম্বরম।

Read the full story in English

P Chidambaram PM Narendra Modi
Advertisment