Advertisment

লাদাখে সাধারণের জমি কাড়ছে চিন, ভয়ঙ্কর অভিযোগে মোদীকে বিঁধলেন রাহুল

দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে ভারত ও চিন সীমান্ত সমস্যায় জর্জরিত।

author-image
IE Bangla Web Desk
New Update
China-india, china india relations, china army in ladakh, Rahul Gandhi in Ladakh, rahul gandhi, congress MP rahul gandhi"

শনিবারই সোশ্যাল মিডিয়ায় মোটর বাইকে করে লাদাখ সফরের ছবি পোস্ট করেন রাহুল গান্ধী।

বাবা রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে লাদাখে হাজির হয়েছেন রাহুল গান্ধী। শনিবারই সোশ্যাল মিডিয়ায় মোটর বাইকে করে লাদাখ সফরের ছবি পোস্ট করেন রাহুল গান্ধী। যাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় বয়ে গিয়েছে। এবার লাদাখের স্থানীয় লোকজনের সঙ্গে দেখা করে মত বিনিময় করেছেন রাহুল গান্ধী। এরপরই মোদী সরকারকে বিঁধে ভয়ঙ্কর অভিযোগ করেন ওয়েনাডের সাংসদ।

Advertisment

ঠিক কী অভিযোগ করেন রাহুল?

‘লাদাখের মানুষ বলছে চিনা সেনা ঢুকেছে...মানুষের জমি কেড়ে নিয়েছে’। অথচ প্রধানমন্ত্রী এই বিষয়ে নীরব। তিনি বলেন, “এখানে উদ্বেগের বিষয় হচ্ছে, চিন জমি কেড়ে নিয়েছে...লোকেরা বলেছে যে চিনের সেনাবাহিনী ওই এলাকায় ঢুকেছে এবং তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে এক ইঞ্চি জমিও চিন কেড়ে নিতে পারেনি। মোদীর এই কথা যে সত্য নয়, তা এখানে যে কাউকে জিজ্ঞাসা করলেই প্রমাণ মিলবে”।

দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে ভারত ও চিন সীমান্ত সমস্যায় জর্জরিত। ২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় দু’দেশের সেনাবাহিনীর মধ্যে  মারাত্মক সংঘর্ষের পর দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক তিক্ত হয়। লাদাখ সফরে থাকা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে শনিবার প্যাংগং লেকে বাইক চালাতে দেখা গেছে। রাহুল গান্ধী আজ প্যাংগং লেকে তাঁর বাবা এবং দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করবেন। ওয়ানাডের সাংসদ তার লাদাখে বাইক চালানোর ১০ টি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বর্তমানে লাদাখে রয়েছেন। রাহুল গান্ধী এখানে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন। রাহুল গান্ধী অভিযোগ করেন, লাদাখের লোকেরা বলছে, ‘চিনা সেনারা আমাদের জমি দখল করেছে’। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরও বলেছেন, লাদাখের লোকেরা বলছে যে এখানে চিনা সেনা ঢুকছে। সাধারণ মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে। অথচ প্রধানমন্ত্রী বলছেন, এক ইঞ্চি জমিও কেড়ে নেওয়া হয়নি, এটা সত্য নয়, এখানে যে কাউকে জিজ্ঞেস করতে পারেন, তাতেই উঠে আসবে বাস্তব চিত্র”।

rahul gandhi
Advertisment