Advertisment

লালুর পরামর্শের পরেই চিরাগ-তেজস্বী বৈঠক! এলজেপি-আরজেডি ঘনিষ্ঠতার ইঙ্গিত

Bihar Politics: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব বলেছেন, ‘চিরাগ পাসওয়ানের উচিত আরজেডির সঙ্গে জোট বাঁধা।'

author-image
IE Bangla Web Desk
New Update
Bihar, RJD-LJP, Lalu Yadav

বৈঠকে তেজস্বী এবং চিরাগা। সৌজন্য: এএনআই

Bihar Politics: বিহারে ক্রমশ এনডিএ বিশেষ করে বিজেপি-বিরোধী শক্তি ওজনদার হচ্ছে। সেই রাজ্যের সাম্প্রতিক ঘটনাক্রম বিশ্লেষণ করে এই দাবি করেছেন বিশেষজ্ঞরা। বুধবার আরজেডি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদবের সঙ্গে বৈঠক করেন চিরাগ পাসওয়ান। সাংসদ তথা প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান পুত্রের সঙ্গে লালু-পুত্রের সাক্ষাৎকে নিছক সৌজন্য দেখতে নারাজ রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে চিরাগ পাসওয়ান বলেন, ‘বাবার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতেই এই সাক্ষাৎ।‘

Advertisment

তিনি আরও বলেন, ‘আমার বাবার যারা সহকর্মী ছিলেন প্রত্যেককে ১২ সেপ্টেম্বরের অনুষ্ঠানের আমন্ত্রণ জানাব। এই সপ্তাহেই দিল্লি গিয়ে লালুজির সঙ্গে দেখা করব। বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।‘ যদিও এই সাক্ষাৎ নিয়ে মন্তব্য করতে চায়নি তেজস্বী যাদব। তিনি বলেছেন, ‘লালুজি যা বলে দিয়েছেন, তারপর আমার কিছু বলার নেই।‘

এই প্রসঙ্গেই চলতি সপ্তাহে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব বলেছেন, ‘চিরাগ পাসওয়ানের উচিত আরজেডির সঙ্গে জোট বাঁধা।' এদিকে, নিজের দলেই একঘরে রামবিলাস পুত্র। কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুর পর দলের হাল কে ধরবে? এই দ্বন্দ্বে বিভক্ত কাকা-ভাইপো শিবির। ইতিমধ্যে রামবিলাসের ভাই তথা এলজেপি সাংসদ পশুপতি পরশকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাই দিয়েছেন প্রধানমন্ত্রী।

এতে আরও পায়ের তলায় মাটি সরেছে চিরাগের। কর্মী-সমর্থকদের মন বুঝতে ইতিমধ্যে রাজ্যজুড়ে জন আশীর্বাদ যাত্রা করেছেন চিরাগ। এদিকে, ইতিমধ্যেই জাতির ভিত্তিতে জনগণনা নিয়ে এনডিএ-তে বেসুরো জেডিইউ। বিজেপির উলটো পথে হেটে কাস্ট সেনশাস বা জাতির ভিত্তিতে জনগণনার দাবি তুলেছেন বিহারের মুখ্যমন্ত্রী। এবার বিজেপি বিরোধী ফ্রন্ট গঠনে প্রকাশ সিং বাদল, দেবগৌড়ার সঙ্গে মঞ্চ ভাগ করবেন নীতীশ কুমার। ২৫ সেপ্টেম্বর হরিয়ানার জিন্দে তৃতীয় ফ্রন্ট গঠনের লক্ষে এই মহাসম্মেলনের ডাক দিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ ওমপ্রকাশ চৌতালা। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপরেই অবিজেপি এবং অকংগ্রেসি ফ্রন্ট গঠন উদ্যোগ নিয়েছেন এই প্রবীণ নেতা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন   টেলিগ্রামে, পড়তে থাকুন

Tejashwi Yadav Chirag Paswan
Advertisment