Advertisment

শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী মৃত্যুর তদন্তে সিআইডি

এতদিন ভয়ে স্বামীর মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের জন্য থানায় দাবি জানাতে পারেননি বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারীর মৃত দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর স্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
CID takes investigating charge of Shuvendu Adhikari's ex bodyguard subhabrata chakraborty death case

শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর তদন্তভার নিল সিআইডি। ২০১৮ সালের অক্টোবরে কাঁথির পুলিশ ব্যারাকে মাথায় গুলি লেগে 'রহস্যজনক' শুভব্রতর। স্বামীর মৃত্যুর আড়াই বছর পর গত বৃস্পতিবার নতুন করে এফআইআর করেন মৃতের স্ত্রী। প্রশাসনের কাছে এই মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। তারপরই শুভব্রত চক্রবর্তীর মৃত্যু রহস্যের জট খুলতে তদন্তভার নিল সিআইডি।

Advertisment

জানা গিয়েছে, তদন্তভার হাতে নিয়ে আজই কাঁথিতে মৃতের বাড়িতে যেতে পারে সিআইডি-র তদন্তকারীরা। থানা গিয়ে নথি সংগ্রহ করারও কথা রয়েছে গোয়েন্দাদের।

২০১৮ সালের ১৩ অক্টোবর পুলিশ কর্মী শুভব্রত চক্রবর্তীর মাথায় গুলি লাগে। ১৪ অক্টোবর মৃত্যু হয় তাঁর। শুভব্রত রাজ্যের তৎকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারীর দেহরক্ষী ছিলেন। মৃতের স্ত্রীর প্রশ্ন, রাজ্যের মন্ত্রীর এক দেহরক্ষীর কীভাবে পুলিশ ব্যারাকে মাথায় গুলি লাগলো? জখম শুভব্রতকে এরপর হাসপাতালে নিয়ে যেতেও দেরি করা হয়েছিল বলে অভিযোগ তাঁর স্ত্রীর। ফলে গোটা বিষয়টিতেই রহস্যের ইঙ্গিত রয়েছে বলে মনে করেছেন মৃত শুভব্রত চক্রবর্তীর স্ত্রী। ফলে বিচারের আশায় ফের নতুন করে এফআইআর করেন মৃতের স্ত্রী। অভিযোগপত্রে নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর ঘনিষ্ঠ রাখাল বেরার।

এতদিন ভয়ে স্বামীর মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের জন্য থানায় দাবি জানাতে পারেননি বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারীর মৃত দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর স্ত্রী।

এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর চাপ কিছুটা বাড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে, গোটাটাই 'প্রতিহিংসার রাজনীতি' বলে অভিযোগ গেরুয়া শিবিরের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CID West Bengal Suvendu Adhikari Suvendu Adhikari opposition leader
Advertisment