Advertisment

তৎপর CID, তদন্তে শুভেন্দুর বাড়ির উল্টোদিকে হানা গোয়েন্দাদের

তদন্তে আরও গতি বাড়লো রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
cid team went near suvendu adhikaris home to investigate on his bodyguard death

২০১৮ সালে কাঁথি ব্যারাকে শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী মাথায় গুলি লেঘে মৃত্যু হয়।

শুভেন্দু অধিকারীর দেহরক্ষী মৃত্যুর ঘটনায় নতুন করে এফআইআর দায়ের হয়েছে। মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। তদন্তভার হাতে নিয়েই গত সোমবারই মৃত দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর বাড়িতে গিয়েছিলেন গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদ করা হয় মৃতের বাড়ির লোকেদের। এবার তদন্তে আরও গতি বাড়লো সিআইডি। বুধবার সিআইডি-র তিন গোয়েন্দার শুভেন্দু অধিকারীর বাড়ির উল্টোদিকে যেখানে নিরাপত্তারক্ষীরা থাকতেন সেই ব্যারাকে যান। বিভিন্ন বিষয় খতিতে দেখেন। এছাড়া এদিন কাঁথি থানাতেও গিয়েছিল সিআইডি আধিকারিকরা।

Advertisment

২০১৮ সালে কাঁথি ব্যারাকে শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী মাথায় গুলি লেঘে মৃত্যু হয়। এই ঘটনার আড়াই বছর পর স্বামীর মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী। ফের নতুন করে দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর ঘনিষ্ঠ রাখাল বেরার। তারপর থেকেই এই মামলা ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়। এতদিন ভয়ে স্বামীর মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের জন্য থানায় দাবি জানাতে পারেননি বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারীর মৃত দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর স্ত্রী।

মৃতের স্ত্রীর প্রশ্ন, রাজ্যের মন্ত্রীর এক দেহরক্ষীর কীভাবে পুলিশ ব্যারাকে মাথায় গুলি লাগলো? জখম শুভব্রতকে এরপর হাসপাতালে নিয়ে যেতেও দেরি করা হয়েছিল বলে অভিযোগ তাঁর স্ত্রীর। ফলে গোটা বিষয়টিতেই রহস্যের ইঙ্গিত রয়েছে বলে মনে করেছেন মৃত শুভব্রত চক্রবর্তীর স্ত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Suvendu Adhikari opposition leader West Bengal Suvendu Adhikari west bengal politics CID
Advertisment