scorecardresearch

নাগরিকত্ব বিল নিয়ে আসামে বিজেপি-র মধ্যেই মতান্তর

“এই বিল ১৯৮৫ এর আসাম চুক্তির শর্ত খণ্ডন করে। এটি অসাংবিধানিক। এই বিল আইনে পরিনত হলে আসামের ভারতীয় নাগরিকরাই (১৯৭১-এর আগে যারা ভারতে চলে আসেন) সমস্যায় পড়বেন”।

নাগরিকত্ব বিল নিয়ে আসামে বিজেপি-র মধ্যেই মতান্তর

নাগরিকত্ব বিল নিয়ে উত্তাল আসাম। সে রাজ্যের অনেকাংশের কাছেই এই বিল রীতিমতো ত্রাসের সঞ্চার করেছে। রাজ্য বিজেপির মধ্যেও মতনঅইক্য তৈরি করেছে এই নাগরিকত্ব বিল।

শুক্রবার বিজেপি-র জাতীয় স্তরের সাধারণ সভাপতি রাম মাধব রাজ্যের আইন প্রণেতাদের সঙ্গে দেখা করেন। আসামের বিজেপি-র এতদিনের শরিক এজিপি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে নাগরিকত্ব বিলের কারণেই বিজেপির থেকে দূরে সরছে তারা। সেই এজিপি-র সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন রাম মাধব। ছাত্র সঙ্গথন আসু-র সঙ্গে দেখা করে বিস্তারিত আলোচনা করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

নাগরিকত্ব বিলের প্রতিবাদে যোগ দিয়েছেন সংস্কৃতি জগতের চেনা মুখও। রয়েছেন সংগীত শিল্পী জুবিন গার্গ। বিজেপিকে নানা জনসমাবেশ বা বৈঠকে কাল পতাকা দেখিয়েছে ছাত্ররা। ক্লাস বয়কটও চলছে ঘন ঘন। এই প্রসঙ্গে বিজেপি-র রাজ্য স্তরের সাধারণ সভাপতি বলেছেন, “রাম মাধম নাগরিকত্ব বিলের বিরোধিতা করা রাজ্যবাসীর কাছে বিল নিয়ে থাকা ভুল ধারণা দূর করতে সক্ষম হয়েছেন। অবৈধ উপায়ে বাংলাদেশের মানুশের এ দেশে আসা বন্ধ করতেই এই বিল”।

আরও পড়ুন, ‘দুর্নীতির মহাজোট নড়বড়ে’, মমতার ব্রিগেড সভাকে নিশানা মোদীর

দিসপুরের অতুল বোরা হলেন রাজ্যের ৫ বিজেপি নেতার একজন, যারা নাগরিকত্ব বিলের বিরধিতা করেছে। দলের মধ্যে একাধিকবার আলোচনার পরেও নাগরিকত্ব বিল নিয়ে খুশি নন অতুল বোরা। তিনি জানিয়েছেন, “এই বিল ১৯৮৫ এর আসাম চুক্তির শর্ত খণ্ডন করে। এটি অসাংবিধানিক। এই বিল আইনে পরিনত হলে আসামের ভারতীয় নাগরিকরাই (১৯৭১-এর আগে যারা ভারতে চলে আসেন) সমস্যায় পড়বেন”। আসামের মানুষের বিরুদ্ধে এই বিল প্রস্তাবিত বলেই এত প্রতিবাদ। আমি আসামের মানুষের সঙ্গে আছি, এবং এই কথা আমি আমার দলকে জানিয়েছি”।

আসামের বিধানসভার স্পিকার হিরেন্দ্র নাথ গোস্বামীও জানিয়েছেন তিনি আসামের মানুষের সঙ্গে আছেন। জোরহাটের বিজেপি বিধায়ক জানিয়েছেন, “আলোচনাটাই আসল। বিল পাশ হলেও কিন্তু আইন প্রণয়নের জন্য মানুষের সহযোগিতা প্রয়োজন। তার জন্যেও মানুশেরকথা শুনতে হবে”।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Citizenship bill bjp also fights opposition within in assam