Advertisment

‘দুর্নীতি কংগ্রেসের রক্তে, রাজ্যের মানুষকে বঞ্চিত করছে দল’, প্রচারে ঝড় তুলে বিরাট খোঁচা!

মোদী এদিনের ভাষণে কংগ্রেসকে নিশানা করে বলেন, 'কংগ্রেস মিথ্যা গ্যারান্টি দিয়ে তার অপশাসন ও দুর্নীতির দাগ আড়াল করার চেষ্টা করছে'।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi, gita press, pm modi in chhattisgarh, pm modi in raipur, gita press, pm modi at gita press, modi, modi visits up, indian expres

ছত্তিশগড়ের একদিনের সফরে শুক্রবার সকালে রায়পুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে তিনি প্রায় ৭হাজার ৬০০কোটি টাকার ১০টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জনসভায় ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী মোদী দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমি আজ সকালে জানতে পেরেছি যে ছত্তিশগড়ের তিনজন যারা সমাবেশের জন্য আসছিলেন বাস দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন। আমি যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই এবং দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য সব ধরনের সাহায্য করা হচ্ছে। যারা হাসপাতালে আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি”।

Advertisment

দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর কংগ্রেস শাসিত রাজ্য ছত্তিশগড়ে এটাই প্রধানমন্ত্রী মোদীর প্রথম সফর। এর পর গোরক্ষপুর ও বারাণসী যাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন।  

মোদী এদিনের ভাষণে কংগ্রেসকে নিশানা করে বলেন, কংগ্রেস মিথ্যা গ্যারান্টি দিয়ে তার অপশাসন ও দুর্নীতির দাগ আড়াল করার চেষ্টা করছে। এই ধরনের মিথ্যা গ্যারান্টি সম্পর্কে সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে। বিজেপিই আসল গ্যারান্টি দেয়, যা প্রতিশ্রুতি দেয় এবং তা পূরণ করে দেখায়...”। তিনি বলেন, “ ছত্তিশগড়ে পদ্ম ফোটা স্রেফ সময়ের অপেক্ষা জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে দুর্নীতিগ্রস্ত কংগ্রেস থেকে বেরিয়ে আসার পথ দেখাতে পারে একমাত্র বিজেপি”।

বিজেপি গরিবদের ছাদের জন্য আন্দোলন করেছেপ্রধানমন্ত্রী মোদী

আজ প্রধানমন্ত্রীর আবাস যোজনার আওতায় লক্ষাধিক বাড়ি তালিকায় রয়েছে। প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে প্রধানমন্ত্রীর আবাস যোজনায় লক্ষ লক্ষ বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু এখানে কংগ্রেস লক্ষাধিক বাড়ি আটকে রেখেছে। গরিবদের ছাদ পাওয়ার জন্য বিজেপি এখানে আন্দোলন করেছে। এখানে বিজেপি সরকার গঠনের সঙ্গে সঙ্গেই সেই লক্ষ পূরণ হবে। তিনি আরও বলেন, কংগ্রেস ধান চাষিদের বিভ্রান্ত করছে। এখানে যে ধান সংগ্রহ করা হয় তার ৮০ শতাংশই কেনে কেন্দ্রীয় সরকার”।

মোদী দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গ্যারান্টি দেয়: প্রধানমন্ত্রী

এদিনের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “মোদী সরকার একমাত্র দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গ্যারান্টি দেয়। অন্যায় যারা করেছে তাদের কাউকে রেয়াত করা হবে না। আমি সাহস করে বলতে চাই কারণ আমার যা কিছু আছে তা আপনাদের দেওয়া, দেশের দেওয়া। আমার কবর খোঁড়ার চেষ্টা করছে অনেকেই.. কিন্তু তারা জানে না মোদী ভয় পেতে শেখে নি’।

ছত্তিশগড় কংগ্রেসের জন্য এটিএমের মতো- মোদী

মোদী তাঁর ভাষণে বলেন, ‘ছত্তিশগড় কংগ্রেসের জন্য এটিএমের মতো। এখানে এমন কোন কাজ নেই যেখানে কেলেঙ্কারি নেই। বালি, জমি, কয়লা, মদ মাফিয়ার মতো অনেক মাফিয়া এখানে বেড়ে উঠেছে... রাজ্যের প্রধান থেকে শুরু করে মন্ত্রীদের বিরুদ্ধে কেলেঙ্কারির গুরুতর অভিযোগ উঠেছে। দুর্নীতি কংগ্রেসের শিরা-উপশিরায়, তা ছাড়া নিঃশ্বাস নিতে পারে না দল”। মোদী এদিন বলেন, ‘কংগ্রেস ছত্তিশগড়ে ৩৬টি প্রতিশ্রুতি দিয়েছিল, যার মধ্যে একটি ছিল মদ নিষিদ্ধ করার প্রতিশ্রুতি। এখানে হাজার কোটি টাকার মদ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। ছত্তিশগড়ের মা-বোনদের সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস। কেলেঙ্কারি থেকে সংগৃহীত কমিশনের টাকা কমিশন হিসাবে কংগ্রেসের কাছে গিয়েছে”।

modi
Advertisment