পায়ে চোট পাওয়ার ১৮ দিন পর দ্বিতীয় দফার নির্বাচনের আগে ফের নন্দীগ্রামে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দোল উপলক্ষে নন্দীগ্রামে দোল উৎসবের আয়োজন করা হয়। সেখানে রাজারহাট-গোপালপুরের তৃণমূল প্রার্থী তথা গায়িকা অদিতি মুন্সিকে নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী। প্রথম তিনি বলেন, আজ দোল উৎসব। কোনও রাজনীতির কথা বলব না। আজ কৃষ্ণনাম শোনাব। অদিতি আপনাদের গান শোনাবে। বেশ কয়েকটি গানও শোনান অদিতি। তারপরই চেনা ফর্মে রাজনৈতিক বক্তব্য রাখেন মমতা। কী কী বললেন তিনি একনজরে দেখে নিন-
Advertisment
আমি জলঢোড়া ভেবে কেউটে পুষেছি। তৃণমূলের জন্মের সময় এঁরা ছিল না। বাবা-ছেলে কেউ ছিল না।
আপনাদের মনে আছে, নন্দীগ্রামের সে দিনগুলোর কথা। মনে রাখবেন, আমি জানি কী ভাবে ১০ জনের হদিশ পাওয়া যায়নি। একটা আন্দোলন করতে করতে কত জন মারা গিয়েছেন। ১৪ জনের পর কত জন মারা গিয়েছেন।
সিপিএমের যারা হার্মাদ, তারা আজ অন্য দলে গিয়ে ঘুরে বেড়াচ্ছে।
Advertisment
আমি কেন নন্দীগ্রামে দাঁড়িয়েছি, তা বলছি। নন্দীগ্রামের আন্দোলনে মানুষের যে অবদান তা রক্ষা করার জন্যই আপনাদের অনুমতি নিয়ে এখানে দাঁড়িয়েছি।
সিঙ্গুরের সময় আমি ২৬ দিন অনশন করার আমার অনেক গুলো অপারেশন হয়। গলব্লাডারে স্টোন হয়, অ্যাপেনডিক্স বাদ দিতে হয়, আরও একটা অপারেশন হয়, সেটা আর আপনাদের বলতে চাইছি না।
নন্দীগ্রামে সেদিন বাপ-ব্যাটা না চাইলে পুলিশ ঢুকতেই পারত না, আমি চ্যালেঞ্জ করে বলছি।
আমাকে বহিরাগত বলছে, আমার কি ভোটে দাঁড়ানোর জায়গার অভাব রয়েছে? আমি বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার ভূমিকন্যা আমি। যাঁরা ভূমিপুত্র ভূমিপুত্র বলছেন, তাঁরা আমাকে বহিরাগত বলছে। ওঁদের থেকে জানতে যাব নাকি আমি বহিরাগত কি না!
১ এপ্রিল খেলা হবে। বাক্স খুললেই দেখা যাবে, খেলা হবে।
আমরা বহিরাগতদের বাংলা দখল করতে দেব না।
আমি এমন কোনও কথা বলব না, যাতে লক্ষ্মণের সীমারেখা লঙ্ঘন করে যায়।
আজ যেমন দোল খেলছেন, ১ এপ্রিল ওদের বোকা বানিয়ে ২ এপ্রিল আমরা দোল খেলব। সবুজ আবির নিয়ে দোল খেলব।