নন্দীগ্রামে হাইভোল্টেজ নির্বাচনী যুদ্ধের আগে কর্মীদের ৪৮ ঘণ্টা মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভাঙাবেড়া থেকে সোনাচূড়া বাজার পর্যন্ত ৩ কিমি রাস্তা রোড শো করেন মমতা। তারপর সোনাচূড়ার সভায় বিজেপির প্ররোচনায় পা না দেওয়ার জন্য তৃণমূল কর্মীদের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
Advertisment
এদিন তিনি বলেন, "মাথা ঠান্ডা রাখুন, কোনও প্ররোচনায় পা দেবেন না। থাকবেন আপনারাই, আর আপনাদের দেখতে থাকবে রাজ্য পুলিশ। ভিন রাজ্যের পুলিশ অত্যাচার করছে। ভোট শেষে ভিন্ রাজ্যের পুলিশ থাকবে না। আর পাণ্ডাদের কীভাবে বের করে দিতে হয় তা বাংলার মানুষ ভাল ভাবেই জানে।"
এরপর বাসুলিচকের সভায় ফের একই কথা বলেন মমতা। এদিন রোড শোয়ের আগে রেয়াপাড়ায় শুভেন্দু অধিকারীর পার্টি অফিসের সামনে দিয়ে মমতার কনভয় যাওয়ার সময় বেশ কিছু বিজেপি কর্মী জয় শ্রীরাম স্লোগান দেন। সেই প্রসঙ্গে মমতা এদিন বলেন, "কয়েকটা চ্যাংড়া ছেলে চেঁচাচ্ছিল। আমি পাত্তা দিইনি। এঁদের একদম পাত্তা দেবেন না।"
বিজেপির বিরুদ্ধে বাংলায় ভোটের মধ্যে দাঙ্গা করানোর অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি কেন নন্দীগ্রামে ভোটে দাঁড়িয়েছেন সেকথা খোলসা করেন মমতা। বলেন, "আমি নন্দীগ্রামে কেন দাঁড়িয়েছি জানেন। আমি যেদিন এখানে সভা করতে এলাম দেখলাম সবাই খোল-করতাল নিয়ে নাচ-গান করছেন। তখন আমার মনে হল এখানে কি আমার দাঁড়ানো উচিত? তখনই আমি ঠিক করলাম এখন থেকে দাঁড়াব।"
সভা থেকে প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেন, "এখন নন্দীগ্রামে কোনও বিধায়ক নেই। যাকে জিতিয়েছিলেন সে তো পালিয়েছে। আমি কিন্তু ভবানীপুর থেকে এখনও বিধায়ক। এবার নন্দীগ্রামের বিধায়ক হব। ভবানীপুরের মানুষ খুব কষ্ট পেয়েছেন। আমি ওখানকার মানুষদের বুঝিয়েছি, এবার আমি গ্রাম থেকে দাঁড়াতে চাই। আর গ্রাম থেকে দাঁড়ালে তো নন্দীগ্রামের থেকে ভাল কিছু হয় না।"