New Update
শনিবার রাজ্যে চতুর্থ দফার ভোটগ্রহণের আগে জোরকদমে প্রচার চলছে তৃণমূল-বিজেপি ও সংযুক্ত মোর্চার। বৃহস্পতিবার পরপর চারটি নির্বাচনী জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন প্রথম হুগলির বলাগড় এবং পরে শ্রীরামপুরে জনসভা করেন মমতা। দুই জনসভা থেকেই বিজেপি ও সংযুক্ত মোর্চাকে তুমুল আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। একনজরে দেখে নিন কী বললেন মমতা-
Advertisment
- রান্না করতে করতে বই লিখতেন মনোরঞ্জন ব্যাপারী। ওনার গুণ দেখেই দলিত সাহিত্য অ্যাকাডেমির সভাপতি করি। উনি অনেক কাজ করবেন। তাই জন্য তাঁকে প্রার্থী করেছি।
- আমি শুনেছি, উনি রিকশা চালিয়ে নমিনেশন জমা দিতে গিয়েছিলেন। খুব ভাল কাজ। আমিও রিকশা চালাতে, স্কুটি চালাতে ভালবাসি।
- বিজেপি গুন্ডামি, টাকা ছড়ানো, মদ খাওয়া ছাড়া আর কী করেছে? তৃণমূল অনেক কাজ করেছে।
- ৯৫০ টাকা গ্যাসের দাম, বিজেপি তোমার ভোটে নেই কোনও কাম।
- সব বেচে দিচ্ছে। আগামিদিনে ১০ কোটি মানুষের চাকরি যাবে। ইতিমধ্যেই ২ কোটি লোকের চাকরি চলে গিয়েছে।
- আপনারা কি চান বলাগড় গুজরাত হয়ে যাক? তাহলে বিজেপিকে ভোট দেবেন না। বিজেপি, সিপিএম, কংগ্রেসকে একটাও ভোট দেবেন না। তৃণমূলকে ভোট দেবেন।
- বিনা পয়সায় রেশন চান? আমরা জিতলে দুয়ারে দুয়ারে রেশন যাবে। স্বাস্থ্যসাথী কার্ড বাড়িতে পৌঁছে দেব।
- তফসিলি জাতি-উপজাতি সম্প্রদায়ের মায়েরা ১ হাজার টাকা করে হাতখরচ পাবেন। অন্য ক্যাটাগরির যাঁরা আছেন তাঁরাও ৫০০ টাকা পাবেন।
- পড়ুয়াদের ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড করে দেব। যাতে তারা অনেক পড়াশোনা করতে পারে।
- হোম মিনিস্ট্রি নির্দেশ দিচ্ছে সেন্ট্রাল ফোর্সকে। ওরা গিয়ে ভয় দেখাচ্ছে মা-বোনেদের। ভয় দেখালে থানায় গিয়ে এফআইআর করুন।
- মা-বোনেরা, ভাইয়েরা ভোটের আগের দিন এলাকা পাহাড়া দাও। পুলিশকে বলছি, আপনারা মাথা নত করবেন না।
- অমিত শাহের নির্দেশে সব হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভয় দেখাচ্ছে। ওদের কোনও দোষ নেই। আমি সুযোগ পেলে পরে ব্যবস্থা নেব।
- সবাই ভোট দিতে যাবেন। যে ভিতু এজেন্ট তাকে দূর করে দিতে হবে। কেউ ভয় পাবেন না।
- চাঁপদানিতে বিজেপি-কে রফতানি আর তৃণমূলকে আমদানি করতে হবে।
- আবদুল মান্নানকে জেতাবেন না। ও সিপিএমের সঙ্গে মিলে আমাকে খুব জ্বালায়। তাই অরিন্দমকেই জেতাবেন।
- আমার সুজাতা মণ্ডলকে মেরেছে। আমিও সব বুঝে নেব ভোটের পরে। তখন তো কেউ আর থাকবে না।
- শ্রীরামপুরের প্রার্থী মানুষের জন্য কাজ করেছেন। তাই তাঁকেই আবার প্রার্থী করেছি।