Advertisment

"আমি রয়্যাল বেঙ্গল টাইগার, এভাবে আটকাতে পারবে না", শীতলকুচি-কাণ্ডে রণহুঙ্কার মমতার

"আমাদের সঙ্গে যারা পাঙ্গা নিতে আসবে তারা ভেঙে টুকরো হয়ে যাবে।"

author-image
IE Bangla Web Desk
New Update
Sitalkuchi CISF Firing, Fourth Phase of Bengal Poll, West Bengal Election 2021, Sitalkuchi, Cooch Bihar, TMC, Mamata

শীতলকুচি কাণ্ডের একদিন পর উত্তরবঙ্গের জলপাইগুড়িতে একাধিক নির্বাচনী জনসভা থেকে কমিশন ও বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে শীতলকুচি কাণ্ডে কমিশনের তীব্র নিন্দা করেন তিনি। এই ঘটনাকে গণহত্যা বলে দাবি করেছেন মমতা।

Advertisment

পাশাপাশি, কমিশনের নিষেধাজ্ঞা থাকায় নিহতদের পরিজনদের সঙ্গে দেখা করতে যেতে পারেননি তিনি। তাই সাংবাদিকদের সামনেই তাঁদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপর রাজগঞ্জ ও নাগরাকাটার জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। মুখ্যমন্ত্রী কী কী বললেন দেখে নিন একনজরে-

  • শীতলকুচিতে গুলি চালিয়ে চার জনকে মেরে দেওয়া হয়েছে।
  • এমন গুলি চালিয়েছে যে এত বড় গণহত্যা আগে কখনও হয়নি। গণতন্ত্রের হত্যা, গণহত্যা।
  • ধিক্কার জানাই এই গণহত্যার নায়কদের।
  • কমিশন বলছে, শীতলকুচিতে কেউ যেতে পারবে না। আমি যাবই। তিনদিন আটকাবে, চারদিনের মাথায় ঠিক যাবই।
  • পুলিশের গুলিতে যাঁরা মারা গেছেন তাঁদের পরিবারকে সব রকম সাহায্য করব। এই ভাবে তরুণদের গুলি করে মেরে দিচ্ছে।
  • মোদীজি আর কত হত্যা হবে। জোর করে বাংলা দখল? আপনি মনে করেন জোর করে বাংলাকে গুজরাত বানাবেন? প্রথমে নিজের চেহারাটা আয়নায় দেখুন।
  • যারা গুলি করে লোক মারে তাদের ভোট পাওয়ার কোনও যোগ্যতা নেই।
  • আমরা যখন লড়ি, আমরা ভয় পাই না। আমাদের সঙ্গে যারা পাঙ্গা নিতে আসবে তারা ভেঙে টুকরো হয়ে যাবে।
  • আমি কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। যেটা বলি, সেটা করবই। আমাকে এভাবে আটকাতে পারবে না।
  • বুলেট নয়, ব্যালটের লড়াই হবে। নরেন্দ্র মোদী, বিজেপিকে জিততে দেব না।
Mamata Banerjee West Bengal Assembly Election 2021 bjp tmc
Advertisment