Advertisment

'পরাজিত মুখ্যমন্ত্রীর জঙ্গলরাজে কেউ সুরক্ষিত নয়', সোনামুখীতে BJP বিধায়ক হামলায় সরব শুভেন্দু

পদ্ম শিবিরের অভিযোগ সেখানেই তাঁদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত গুণ্ডারা। দিবাকর ঘরামিকে গো ব্যাক স্লোগানও দেওয়া হয় বলে জানান হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu adhikari, bjp

বিজেপি কর্মীর উপর আক্রমণ নিয়ে সরব শুভেন্দু

ফের ভোট পরবর্তী হিংসা নিয়ে উত্তপ্ত হল বাংলার রাজনীতি। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির উপর হামলা নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাঠগড়ায় দাঁড় করাল বিজেপি।

Advertisment

বাঁকুড়ার সোনামুখীতে বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে অশান্ত হয় পরিস্থিতি। সূত্রের খবর, স্থানীয় দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে কাষ্ঠডাঙা গ্রামে যান সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। পদ্ম শিবিরের অভিযোগ, সেখানেই তাঁদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত গুণ্ডারা। দিবাকর ঘরামিকে গো ব্যাক স্লোগানও দেওয়া হয় বলে জানান হয়েছে।

জানা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় উদ্ধার করা হয় ওই বিজেপি বিধায়ককে। ঘটনায় সাতজন গেরুয়া শিবিরের কর্মী আক্রান্ত হয়েছেন বলে খবর। বাঁকুড়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে সকলে। এই ঘটনা নিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

টুইটে শুভেন্দু লেখেন, "সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি মানিকবাজার পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন। বিজেপির সাতজন কর্মী এই হামলায় গুরুতরভাবে আহত হয়ে বাঁকুড়া মেডিকেল কলেজে এবং হাসপাতালে ভর্তি আছেন। পরিবেশ এতটাই ভয়াবহ যে পরাজিত মুখ‍্যমন্ত্রীর জঙ্গলরাজে একজন বিধায়কও সুরক্ষিত নন।"

এই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির গোষ্ঠীদদ্বন্দ্ব বলেই তৃণমূলের দাবি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Suvendu Adhikari bjp tmc
Advertisment