Mehbooba Mufti: পিডিপি কংগ্রেস-এনসি জোটকে সম্পূর্ণভাবে সমর্থন করবে এবং জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে জোটের কাছে সমস্ত আসন ছেড়ে দেবে যদি তারা দলের এজেন্ডা মেনে নিতে প্রস্তুত থাকে, শনিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশের পর এমনটাই জানিয়েছেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি বলেছেন। তিনি এদিন এক সংবাদ সম্মেলনে বলেন, পিডিপি যে নীতিগুলি গ্রহণ করেছে সেগুলি কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স মেনে নিতে রাজি থাকলে, তাঁরও আপত্তি নেই সমর্থন দিতে। পিডিপি নেত্রীর কথায়, “কাশ্মীরের সমস্যার সমাধানের থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনও কিছুই নয়।”
জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আগে বড়সড় বিবৃতি দিয়েছেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি। তিনি বলেছে যে ৩৭০ ধারা তাঁর কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনী ইস্তাহারে পিডিপি প্রতিশ্রুতি দিয়েছে তারা সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনতে উদ্যোগী হবে। এবারের নির্বাচনে কংগ্রেস এবং এনসিকে একসঙ্গে বিধানসভা লড়তে দেখা যাবে। তবে এখন পর্যন্ত আসন ভাগাভাগি নিয়ে দুদলের মধ্যে কোনো আলোচনা হয়নি।
শনিবার পিডিপি প্রধান মেহবুবা মুফতি তার দলের ইস্তেহার প্রকাশ করেছেন। এ সময় জোট প্রসঙ্গে তিনি বলেন, ' যদি ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস আমাদের এজেন্ডা মেনে নিতে প্রস্তুত থাকে, সেক্ষেত্রে তাদের সমর্থন করতে আমার কোন আপত্তি নেই'। তিনি আরও বলেছেন, আমার কাছে কাশ্মীর সমস্যার সমাধান অন্য যেকোনো কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আগেও যখন জোট করেছিলাম, তখন আমাদের একটি এজেন্ডা ছিল, যখন আমরা বিজেপির সঙ্গে জোট করেছিলাম, তখন আমাদের একটি এজেন্ডা ছিল যেটিতে তারা একমত হয়েছিল কিন্তু ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের মধ্যে জোটটি কোন এজেন্ডার ভিত্তিতে হচ্ছে না। কেবল আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা হচ্ছে। আমরা এমন কোনো জোট করব না, যেখানে শুধু আসন ভাগাভাগির কথা হয়। "জোট এজেন্ডায় থাকা উচিত এবং আমাদের এজেন্ডা জম্মু ও কাশ্মীরের সমস্যা সমাধান করা।"
পিডিপি প্রধান মেহবুবা মুফতি বলেছেন, "প্রতিটি নির্বাচনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তা কর্পোরেশন নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন বা বিধানসভা নির্বাচনই হোক কারণ প্রতিটি নির্বাচন আমাদের জন্য জম্মু ও কাশ্মীরের সমস্যা সমাধানের একটি উপায়"। পাশাপাশি মেহবুবা বিজেপির সাথে জোটের কথাও অস্বীকার করেছেন। ২০১৯ সালের আগস্টে ৩৭০ ধারা বাতিলের পর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে জম্মু-কাশ্মীরে। ৯০ আসন বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভার নির্বাচন মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। ভোট গণনা ৪ঠা অক্টোবর।