Advertisment

কেন্দ্রের গদিতে ৯ বছর মোদী, 'লুঠেরার সরকার,' চরম কটাক্ষ কংগ্রেসের

তির্যক সমালোচনায় ভরিয়ে দিয়েছেন খাড়গে, রমেশরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Kharge and Modi

খাড়গে ও মোদী

৩০ মে নয় বছর পূর্ণ করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বর্ষপূর্তি উপলক্ষে সরকার যখন আনন্দে মগ্ন, সেই সময় সমালোচনায় ভরিয়ে দিল বিরোধী দল কংগ্রেস। সোমবার তারা জনগণকে লুঠ করার দায়ে মোদী সরকারকে কাঠগড়ায় তুলল। কংগ্রেসের অভিযোগ, দ্রব্যমূল্যের ভয়াবহ বৃদ্ধি ঘটিয়ে মোদী সরকার আসলে দেশবাসীকে লুঠ করেছে। শুধু তাই নয়। দোষ স্বীকার করার বদলে এই সরকার ঔদ্ধত্য দেখিয়ে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিও জানাচ্ছে বলেই অভিযোগ কংগ্রেস নেতৃত্বের।

Advertisment

বিরোধী দলটির অভিযোগ, আর কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী এবং কেন্দ্রের শাসক দল বিজেপির বাদকরা মোদী সরকারের গুণগান করে ঢাক বাজাতে শুরু করবেন। যে 'বিরাট কৃতিত্ব' মোদী সরকার অর্জন করেছে, তার প্রচার চালাবেন। যদিও মোদী সরকারের কার্যকালে দেশবাসীর জীবন ও জীবিকার কোনও উন্নতি তো হয়নিই। উলটে, জনসাধারণ দারিদ্রের চরমসীমায় পৌঁছে গিয়েছেন।

এই ব্যাপারে মোদী সরকারকে কটাক্ষ করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, '৯ বছরে হত্যা করার মত মূল্যবৃদ্ধি। বিজেপি জনগণের রোজগারকে লুঠ করেছে। সব প্রয়োজনীয় জিনিসের ওপর জিএসটি লাগু হয়েছে। ব্যর্থ বাজেটের জন্য জনসাধারণের বেঁচে থাকাই মুশকিল হয়ে পড়েছে। তারপরও অহংকারের সঙ্গে দাবি করা হচ্ছে, মূল্যবৃদ্ধ হয়নি। অথবা বলা হচ্ছে, এত দামি জিনিস আমরা খাই না। অচ্ছে দিন থেকে অমৃতকালের যাত্রাপথে আসলে মূল্যবৃদ্ধির মাধ্যমে জনসাধারণকে লুঠ করার মাত্রা বেড়েছে।'

আরও পড়ুন- বাজারে এসেছে ৭৫ টাকার কয়েন, কেমন দেখতে, কী আছে তাতে?

দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের পাশাপাশি কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন। রমেশ বলেছেন, মোদী সরকারের প্রকৃত কৃতিত্ব হল নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি। সোশ্যাল মিডিয়া টুইটারে জয়রাম রমেশ বলেন, 'পরবর্তী আরও কয়েক দিন এবং সপ্তাহে' মন্ত্রী ও ঢোল বাজিয়েরা গত ৯ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বিরাট কর্মকাণ্ড করেছেন, তার প্রচার চালাবে। কিন্তু, যাঁরা দারিদ্রের প্রান্তে বসবাস করছেন। সবেমাত্র মৌলিক প্রয়োজনীয়তা অর্জন করতে সক্ষম হচ্ছেন, তাঁরা কেবল একটা জিনিস জিজ্ঞাসা করবেন- আমাদের জীবন ও জীবিকার উন্নতির জন্য কী কী পরিবর্তন হয়েছে? তাঁদের উত্তরটা হল কিছুই হয়নি।'

bjp CONGRESS Modi Government Mallikarjun Kharge
Advertisment