Advertisment

সাকিল আহমেদ থাকলেও পেট্রোপণ্য়ের বিক্ষোভে নেই রাজ্য় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব

পেট্রপণ্য়ের মূল্য়বৃদ্ধির প্রতিবাদে শহরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। সাকিল আহমেদ থাকলেও ছিলেন না রাজ্য় কংগ্রস নেতৃত্ব। আয়োজন ছিল অভিনব।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress protest for petrol price hike Express photo Shashi Ghosh

শনিবার পেট্রল-ডিজেলের মূল্য়বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস অভিনব বিক্ষোভ দেখায় ধর্মতলায়। photo Shashi Ghosh

কলকাতায় কংগ্রেসের পেট্রোপণ্য়ের মূল্য় বৃদ্ধির প্রতিবাদ মিছিলে দেখা মিলল না অধীর চৌধুরী, আব্দুল মান্নান-সহ রাজ্য় কংগ্রেসের কোনও শীর্ষ নেতাকে। কিন্তু শনিবার ধর্মতলার বিক্ষোভে সামিল হয়েছিলেন দলের কেন্দ্রীয় নেতা সাকিল আহমেদ।

Advertisment

শনিবার পেট্রল-ডিজেলের মূল্য়বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস অভিনব বিক্ষোভ দেখায় ধর্মতলায়। প্রতিবাদ মিছিলে ছিল হাতে টানা রিক্সা এবং ঘোড়া।

বিক্ষোভকারীরা  মোদির কুশপুত্তলিকা পোড়ায়। কংগ্রেস নেতা সাকিল আহমেদ বলেন, "মোদি সরকারের চার বছরে বিজয় মালিয়া, নীরব মোদিদের সঙ্গে আতাঁত করে টাকা লুঠছেন। বিদেশে পাচার হয়ে যাচ্ছে দেশের সম্পদ।"

তিনি আরও বলেন, "নোটবন্দির ফলে সাধারণ মানুষের ব্য়াপক ক্ষতি হয়েছে। ২০১৯-এ বিজেপি তার জবাব পাবে। কেন্দ্রে আবার ফিরে আসবে কংগ্রেস সরকার।"

CONGRESS Petrol diesel
Advertisment