Advertisment

গীতার সঙ্গে মোদীর বিষয়ে লেখা বইয়ের তুলনা কেন্দ্রীয় মন্ত্রীর, তুমুল সমালোচনার ঝড়

গোটা আগস্টজুড়ে, জনজীবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০ বছর শাসনক্ষমতার পূর্তি অনুষ্ঠান চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Minister Gajendra Singh Shekhawat

কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ গীতার সাথে 'মোদি@20' বইয়ের তুলনা করায় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে মঙ্গলবার একহাত নিল কংগ্রেস। দলের রাজস্থান প্রদেশের সভাপতি গোবিন্দ সিং দোতাসরা মঙ্গলবার টুইট করেন, 'যাঁরা ক্ষমতার লোভে লজ্জা খুইয়েছেন, সনাতন সংস্কৃতির পবিত্র গ্রন্থ শ্রীমদ ভাগবতের অবমাননা করে ধর্মের পথকে কলুষিত করবেন না।' সঙ্গে, দোতাসরার কটাক্ষ, ' শেখাওয়াত চাটুকারিতার সীমা অতিক্রম করেছেন। হে কৃষ্ণ, ওঁদের বুদ্ধি দাও।'

Advertisment

সোমবার রাজস্থানের ঝুনঝুনুতে ' মোদি@20: ড্রিমস মিট ডেলিভারি' বই সম্পর্কে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে শেখাওয়াত বলেন, 'আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আগামী প্রজন্মের জন্য… এই বইটি ততটাই পবিত্র এবং গুরুত্বপূর্ণ হবে, যতটা মহাভারতের সময় ভগবান কৃষ্ণের দেওয়া গীতা উপদেশ হয়েছে।'

ব্লু ক্রাফট ডিজিটাল ফাউন্ডেশনের অর্থে রূপা প্রকাশনের দ্বারা প্রকাশিত মোদীর বইটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শংকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি, লেখক সুধা মূর্তি, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের উদয় কোটাক, ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু-সহ বিশিষ্ট ব্যক্তিদের লেখা ২১টি নিবন্ধের সংকলন।

আরও পড়ুন- কেষ্টর জামিন চেয়ে বিচারককে হুমকি চিঠি, তাঁর নাম ওঠায় হতভম্ব হেড ক্লার্ক

শেখাওয়াতের মন্তব্যের প্রতিক্রিয়ায়, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের স্পেশাল ডিউটি ​​অফিসার (ওএসডি) লোকেশ শর্মা বলেন, 'পবিত্র, সনাতন গ্রন্থ শ্রীমদ ভগবদ্ গীতাকে এইভাবে তুলনা করা গীতার অপমান। গীত ভগবান শ্রীকৃষ্ণের চিরন্তন বার্তা দেয়। শেখাওয়াতের মন্তব্যে দেশবাসীর অনুভূতিতে আঘাত লেগেছে। এই মন্তব্যই বুঝিয়ে দিয়েছে যে শ্রীমদ ভাগবতের প্রতি আপনার শ্রদ্ধা নেই বা আমাদের ধর্মগ্রন্থের গুরুত্ব সম্পর্কে আপনার কোনও জ্ঞান নেই।'

গোটা আগস্টজুড়ে, জনজীবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০ বছর শাসনক্ষমতার পূর্তি অনুষ্ঠান চলছে। এই ২০ বছরের মধ্যে ১২ বছরেরও বেশি সময় মোদী মুখ্যমন্ত্রী ছিলেন। আট বছর প্রধানমন্ত্রী রয়েছেন। রাজস্থানে এই অনুষ্ঠানের আহ্বায়ক প্রাক্তন মন্ত্রী বাসুদেব দেবনানি।

Read full story in English

bjp CONGRESS modi
Advertisment