/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/ie-Ajay-Maken.png)
"দেশের প্রধান বিরোধী দলের সমস্ত অ্যাকাউন্ট হিমায়িত করা হয়েছে, আমাদের দেশের গণতন্ত্র হিমায়িত করা হয়েছে," মাকেন বলেছিলেন।
লোকসভা নির্বাচনের আগে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে কংগ্রেস। দলের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্টগুলির উপর ইনকাম ট্যাক্স আপিল ট্রাইব্যুনাল বুধবার পর্যন্ত কংগ্রেস স্থগিতাদেশ তুলে নিয়েছে। এ মামলায় অন্তর্বর্তীকালীন শুনানি হবে বুধবার।
এর আগে, শুক্রবার কংগ্রেসের অজয় মাকেন দাবি করেছিলেন যে লোকসভা নির্বাচনের ঘোষণার কয়েক দিন আগে, ২০১৮-২০১৯ সালের আয়কর রিটার্নের ভিত্তিতে কংগ্রেসের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। লোকসভা ভোটের আগেই বিরাট বিপাকে কংগ্রেস। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'ফ্রিজ' করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে দল।
দলের মুখপাত্র অজয় মাকেন জানিয়েছেন, দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার পাশাপাশি দলের যুব শাখা, যুব কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করে দিয়েছে আয়কর বিভাগ। জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে ২১০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনে আয়কর বিভাগ এই পদক্ষেপ করেছে বলে জানা গিয়েছে।
লোকসভা নির্বাচনের আগে বড় দাবি করলেন কংগ্রেস মুখপাত্র অজয় মাকেন। তিনি বলেছিলেন যে কংগ্রেসের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট লোকসভা নির্বাচনের আগেই 'ফ্রিজ' করা হয়েছে। পাশাপাশি তিনি এই প্রসঙ্গে বিজেপিকে নিশানা করে বলেছেন, এক-দুই সপ্তাহের মধ্যে নির্বাচন ঘোষণা করা হবে। এমন পরিস্থিতিতে এটা সরকারের স্বৈরাচারী পদক্ষেপ।
আরও পড়ুন : < ED Issues Summons to Mahua Moitra: বিরাট বিপাকে মহুয়া মৈত্র, সিবিআইয়ের পর এবার ইডির খাঁড়া >
শুক্রবার কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন বলেছেন যে আয়কর বিভাগ ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ভারতীয় যুব কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছে। ২০১৮-২০১৯ সালের আয়কর দাখিল করতে ৪৫ দিন বিলম্বের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই দলীয় সূত্রে জানানো হয়েছে।
#WATCH | Congress Treasurer Ajay Maken says "Right now we don't have any money to spend, to pay electricity bills, to pay salaries to our employees. Everything will be impacted, not only Nyay Yatra but all political activities will be impacted..." pic.twitter.com/61xILbtuVZ
— ANI (@ANI) February 16, 2024
অজয় মাকেন সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন নির্বাচনের ঘোষণার মাত্র একমাসও বাকি নেই। তারা প্রধান বিরোধী দলের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। দেশে কি কেবল একটি দলই শাসন করবে?" তিনি আরও বলেছিলেন যে কংগ্রেসের চারটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আয়কর বিভাগ দলের কাছে ২১০ কোটি জরিমানার দাবি করেছে বলেও জানান তিনি।
আরও পড়ুন : < Pice hotel kolkata: বোনকে ‘মানুষ’ করতে প্রাণপাত দাদার, কলকাতার ফুটপাতে একা হাতে কঠিন লড়াই সাগরের >
এখানেই থেমে থাকেননি অজয় মাকেন। তিনি বিজেপিকে আরও আক্রমণ করে বলেন, "আমাদের সমস্ত টাকা এসেছে ক্রাউড ফান্ডিং-এর মাধ্যমে। এতে কোনও হিসাবের হেরফের হয়নি। যদি আয়কর দফতরকে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করতেই হবে তবে ভারতীয় জনতা পার্টির অ্যাকাউন্টগুলি করুক আমাদের অ্যাকাউন্ট কেন ফ্রিজিং করা হয়েছে?" প্রবীণ কংগ্রেস নেতা বিচার বিভাগকে হস্তক্ষেপ করার এবং "গণতন্ত্র বাঁচানোর" আহ্বান জানিয়েছেন। তিনি আরও ঘোষণা করেছেন কংগ্রেস এই পদক্ষেপের বিরুদ্ধে "রাস্তায় নামবে"।