Advertisment

'ইতিহাস সম্পর্কে জানুন' মুসলিম লিগকে ধর্মনিরপেক্ষ বলায় বিজেপির কটাক্ষের মুখে রাহুল গান্ধী

কেরালায় মুসলিম লিগের সঙ্গে কংগ্রেসের জোট সম্পর্কে প্রশ্ন করা হলে রাহুল বলেন....

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi address in us, rahul gandhi in california, rahul gandhi san francisco, rahul gandhi santa clara, Mohabbat ki Dukaan, bharat jodo yatra, rahul gandhi speech, rahul gandhi addresses indian diaspora, rahul gandhi on modi, rss, bjp, indian express

আমেরিকায় মুসলিম লীগ নিয়ে রাহুল গান্ধীর বক্তব্যের পর দেশ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক আলোড়ন। মুসলিম লিগকে ধর্মনিরপেক্ষ বলার দিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিজেপি বলেছে, 'রাহুল গান্ধী কিছুই জানেন না এবং কিছু না ভেবেই বিবৃতি দিয়ে দেন'।

Advertisment

বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী রাহুলের বক্তব্যকে পাল্টা আঘাত করে বলেছেন, বক্তব্যের আগে ইতিহাস পড়ুন। তারপর আপনি আপনার বক্তব্য পেশ করুন। সুধাংশু বলেন, 'আগে কংগ্রেস মুসলিম লিগকে বিজেপির দোসর বলে রাজনৈতিক আক্রমণ করত। এখন রাহুল অন্য সুর গাইছেন'।

মুসলিম লিগ সম্পর্কে রাহুল গান্ধীর মন্তব্যের বিষয়ে কথা বলতে গিয়ে, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল বলেছেন যে কংগ্রেস মুসলিম লিগকে ধর্মনিরপেক্ষ বলে মনে করে, কিন্তু সেই কংগ্রেসই বিভেদের রাজনীতিতে বিজেপিকে নিশানা করে। দেশকে বুঝতে হবে কংগ্রেসই দেশে বিভাজনের বীজ বপন করতে চাইছে।

রাহুল গান্ধী মার্কিন যুক্তরাষ্ট্রে ছয় দিনের সফরকালীন সময় আজ ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের এক প্রশ্নের মুখোমুখি হন। এই সময় কেরালায় মুসলিম লিগের সঙ্গে কংগ্রেসের জোট সম্পর্কে প্রশ্ন করা হলে রাহুল বলেন, মুসলিম লিগ সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দল। এর পাশাপাশি রাহুল বিজেপি সরকারকেও নিশানা করে বলেছেন যে ২০২৪১ সালের লোকসভা নির্বাচনে বিরোধীরা মোদী সরকারকে পরাজিত করবে।

rahul gandhi
Advertisment