Advertisment

আদানি ইস্যুতে শরদ পাওয়ারকে নিশানা, ছবি ফাঁস করে কংগ্রেস নেত্রীর ট্যুইট, চূড়ান্ত শোরগোল

গৌতম আদানির সঙ্গে শারদ পাওয়ারের একটি ছবি শেয়ার করেছেন কংগ্রেস নেত্রী

author-image
IE Bangla Web Desk
New Update
Sharad Pawar, adani

আদানি ইস্যুতে এবার এনসিপি প্রধান শরদ পাওয়ারকে আক্রমণ করল কংগ্রেস।

আদানি ইস্যুতে এবার এনসিপি প্রধান শরদ পাওয়ারকে আক্রমণ করল কংগ্রেস। লোভী-কাপুরুষ বলে কটাক্ষ। সম্প্রতি আদানি ইস্যুতে কেন্দ্রকে তুলোধোনা করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি।

Advertisment

এনসিপি প্রধান শরদ পাওয়ারকে আদানি প্রসঙ্গে বিজেপির সুরেই কথা বলতে শোনা গিয়েছিল। আদানি ইস্যুতে শরদ পাওয়ারের অবস্থান নিয়ে এবার এনসিপি প্রধানকে তীব্র আক্রমণ কংগ্রেস নেত্রী অলকা লাম্বা। সম্প্রতি তিনি শিল্পপতি গৌতম আদানির সঙ্গে শরদ পাওয়ারের একটি ছবি ট্যুইট করে এনসিপি প্রধানকে লোভী-কাপুরুষ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে শরদ পাওয়ারের হয়ে ময়দানে নেমেছে বিজেপি।

কংগ্রেস নেত্রী অলকা লাম্বা বলেন, “আজ শুধুমাত্র কাপুরুষ ও লোভীরা তাদের ব্যক্তিগত স্বার্থে স্বৈরাচারী ক্ষমতার জয়গান গাইছে। একমাত্র রাহুল গান্ধীই পুঁজিবাদী চোরেদের বিরুদ্ধে একা লড়াই করে চলেছে। সেই সঙ্গে চোরেদের রক্ষাকারী প্রহরীর বিরুদ্ধেও রাহুলের লড়াই জারি রয়েছে”। অলকা লাম্বা এই প্রসঙ্গে একটি টুইট করেছেন এবং গৌতম আদানির সঙ্গে শারদ পাওয়ারের একটি ছবি শেয়ার করেছেন।

অলকা লাম্বার এই বক্তব্যের পর বিজেপিও শরদ পাওয়ারের সমর্থনে ময়দানে নেমেছে। বিজেপির তরফে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেন, “'রাজনীতি- ভোটের লড়াই আসবে-যাবে কংগ্রেস নেতার এই টুইটটি ভয়ঙ্কর। দীর্ঘ ৩৫ বছরের জোটসঙ্গী এবং ভারতের অন্যতম প্রবীণ রাজনৈতিক নেতাকে নিয়ে এহেন মন্তব্য ভয়ঙ্কর। রাহুল গান্ধী ভারতের রাজনৈতিক সংস্কৃতিকে বিকৃত করছেন’।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ট্যাগ করে তিনি তার টুইটে লিখেছেন এটাই নাকি কংগ্রেসের রাজনৈতিক সংস্কৃতি! কংগ্রেস নেত্রীর এই টুইটের পর শরদ পাওয়ার বা তার দল এনসিপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি সামনে আসেনি, তবে মহারাষ্ট্র বিজেপি প্রতিক্রিয়া জানিয়েছে। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস প্রশ্ন তুলেছেন এটা কি কংগ্রেসের আনুষ্ঠানিক অবস্থান। তিনি বলেন, কংগ্রেস নেত্রী অলকা লাম্বা অবিশ্বাস্য বক্তব্য তুলে ধরেছে।

অন্যদিকে, অলকা লাম্বার এই বক্তব্যের নিন্দা করেছেন বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়াল। তিনি বলেছেন, ‘এমন অসংযত বক্তব্যের কারণে ইতিমধ্যেই তাদের নেতা রাহুল গান্ধী সংসদের সদস্যপদ হারিয়েছেন’।

CONGRESS ncp
Advertisment