Advertisment

NEET-UG controversy: বিরোধীদের চাপ, একের পর এক পরীক্ষায় অনিয়মের অভিযোগ, NEET-UG বিতর্কে সতর্ক অমিত শাহ

NEET-UG পরীক্ষায় অনিয়মের অভিযোগে ২১ জুন কংগ্রেস দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress calls for nationwide protests over irregularities in NEET tomorrow

অমিত কুমার নিট প্রশ্ন পত্র ফাঁসে অন্যতম অভিযুক্ত বলেই দাবি সিবিআই আধিকারিকদের।

NEET-UG controversy: NEET-তে অনিয়মের বিষয়টির এখনও কোন নিষ্পত্তি হয়নি। তার মাঝেই বিরাট কেলেঙ্কারির পর্দা ফাঁস। UGC-NET পরীক্ষায় অনিয়মের অভিযোগ সামনে আসায় তড়িঘড়ি বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ১৮ জুনে অনুষ্ঠিত UGC-NET-এর লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি, এই পরীক্ষায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তভার দেওয়া সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে ।

Advertisment

NEET এর মতো, UGC-NET পরীক্ষাও ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) পরিচালনা করে। NTA দেশের বিভিন্ন শহরে ১৮ জুন ২০২৪- এ UGC-NET পরীক্ষা পরিচালনা করেছিল। দুই শিফটে এই পরীক্ষা নেওয়া হয়। তবে পরীক্ষা শেষ হতে না হতেই উঠতে থাকে অনিয়ম ও কারচুপির অভিযোগ। NEET সংক্রান্ত বিতর্ক থেকে শিক্ষা নিয়ে সরকার অবিলম্বে এই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে।

NEET পরীক্ষায় বিশৃঙ্খলার পরে, কেন্দ্রীয় সরকার সতর্ক অবস্থান নিয়েছে এবং মঙ্গলবার অনুষ্ঠিত UGC NET পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অনিয়মের অভিযোগের তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআই-য়ের হাতে।

শিক্ষা মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে পরীক্ষার প্রক্রিয়ার উচ্চ স্তরের স্বচ্ছতা এবং পবিত্রতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রক UGC-NET জুন সেশনের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে পরীক্ষা নেওয়া হবে। যার তথ্য আলাদাভাবে দেওয়া হবে। পাশাপাশি, পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য মামলাটি কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)-এর কাছে হস্তান্তর করা হচ্ছে।

ইউজিসি নেট পরীক্ষা ৩০০ টি শহরের ১২০০-এর বেশি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিয়েছিল ৯ লাখেরও বেশি পরীক্ষার্থী।

NEET পরীক্ষায় অনিয়মকে কেন্দ্র করে NTA-কে ইতিমধ্যেই নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মেডিক্যালে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি। এবার অনিয়মের আশঙ্কায় UGC-র NET বাতিল করল কেন্দ্রীয় সরকার। এরইসঙ্গে তড়িঘড়ি CBI তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। মঙ্গলবারই ৯ লক্ষেরও বেশির পরীক্ষার্থী UGC NET দেয়। কিন্তু, এর ২৪ঘণ্টার মধ্যেই পরীক্ষায় অস্বচ্ছতার আশঙ্কায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই সর্ভারতীয় পরীক্ষা বাতিল করল।

আরও পড়ুন : < Tamil Nadu hooch tragedy: বিষ মদ কাণ্ডে মৃত বেড়ে ৩৪, শতাধিক ভর্তি হাসপাতালে, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর >

শিক্ষা মন্ত্রক (MoE) বুধবার গভীর রাতে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (UGC-NET) বাতিলের ঘোষণা করেছে। ১৮ জুন অনুষ্ঠিত UCC-NET পরীক্ষায় অনিয়মের অভিযোগের পরে, শিক্ষা মন্ত্রক বড়সড় পদক্ষেপ নিয়েছে। এবং UCC-NET পরীক্ষায় অনিয়মের অভিযোগে CBI তদন্তের নির্দেশ দিয়েছে। মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, শীঘ্রই নতুন বিজ্ঞপ্তি জারি করা হবে।

গত ১৮ জুন অনুষ্ঠিত UGC-NET পরীক্ষায় কারচুপির অভিযোগ উঠে। কারচুপির অভিযোগ ওঠার পর বড় সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক। মন্ত্রকের বিবৃতি অনুসারে NET-এ স্বচ্ছতার সঙ্গে আপস হয়ে থাকতে পারে, এই আশঙ্কায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বুধবার তথ্য দেয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট। এরপরই শিক্ষামন্ত্রক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়।

UGC-NET বছরে দুবার জুন এবং ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। NTA এই পরীক্ষাটি পরিচালনা করে। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে, বিরোধী দলগুলি সরকারকে নিশানা করেছে। কংগ্রেস বিজেপিকে নিশানা করে বলেছে, এটি "মোদী সরকারের ঔদ্ধত্যের পরাজয়"।

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বিজেপি সরকারকে আক্রমণ করে বলেছেন যে প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতি যুব সমাজের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। “বিজেপি সরকারের শিথিলতা ও দুর্নীতি যুব সমাজের জন্য মারাত্মক…এই শিথিলতার দায় কি শিক্ষামন্ত্রী নেবেন?"

এদিকে NEET-UG পরীক্ষায় অনিয়মের অভিযোগে ২১ জুন কংগ্রেস দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে। এর মাঝেই পেপার ফাঁস ইস্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে সঙ্গে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। শাহের বাসভবনে বৈঠকটি এক ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক।

বিহার SIT-এর তদন্ত এখন পর্যন্ত "পেপার ফাঁসের"ঘটনায় যুক্ত সন্দেহে ১৩ জনকে গ্রেফতার করে। যার মধ্যে, চারজন রয়েছেন যারা NEET পরীক্ষা দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠকটি আয়োজন করেন যখন কংগ্রেস সরকারের বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছে এবং শুক্রবার "শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচারের দাবিতে" রাজ্যের সদর দফতরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের জন্য রাজ্য ইউনিটগুলিকে নির্দেশ দিয়েছে ৷

গত সপ্তাহে, প্রধান বলেছিলেন যে পেপার ফাঁসের কোনও প্রমাণ নেই। “কোনো দুর্নীতি হয়নি। গত কয়েকদিন ধরে এই যে পরিবেশ তৈরি হয়েছে… বড় ধরনের অসঙ্গতি রয়েছে… যে নির্দিষ্ট দৃষ্টান্তগুলো সামনে এসেছে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। শিক্ষাবিদদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তারা কিছু সুপারিশও করেছেন। তার ভিত্তিতেই আদালতে সরকার তার বক্তব্য উপস্থাপন করছে।

NTA সফলভাবে তিনটি বড় পরীক্ষা পরিচালনা করে NEET, JEE এবং CUET। যে ঘটনাটি সামনে আনা হয়েছে তাতে দোষীরা অবশ্যই শাস্তি পাবে”। পাস পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস বিল ইতিমধ্যে লোকসভা ও রাজ্যসভায় পাস করা হয়েছে। পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে এতে। পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানাও হতে পারে। এই আইনও এবার থেকে এই পরীক্ষার জন্য প্রযোজ্য হতে পারে।

NEET-UG CONGRESS amit shah Modi Government
Advertisment