Advertisment

কৌশল তৈরিতে মরিয়া কংগ্রেস, ফলাফল সামনে আসতেই 'ইণ্ডিয়া' জোটের পরবর্তী বৈঠকের দিন নির্ধারণ

৬ ডিসেম্বর রাজধানী দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
assembly elections 2023, assembly elections results, Congress Presiden Mallikarjun Kharge, india alliance meetin, india alliance meeting in december 6

৬ ডিসেম্বর রাজধানী দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

চার রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসতেই কংগ্রেস ২৪-এর লোকসভা ভোটের গুঁটি সাজাতে ব্যস্ত হয়ে উঠেছে। আগামী ৬ ডিসেম্বরই ইণ্ডিয়া জোটের বৈঠক ডেকেছে কংগ্রেস। আসন বণ্টন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা।

চার রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসতেই আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন। ৬ ডিসেম্বর রাজধানী দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে লোকসভা নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা হবে।

Advertisment

৬ ডিসেম্বর দিল্লিতে বিরোধী জোট I.N.D.I.A-এর চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এই বৈঠকে, লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার জন্য আঞ্চলিক দলগুলির সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান ও তেলেঙ্গানার নির্বাচনের ফলাফল আজ। প্রাথমিক যা ট্রেণ্ড তাতে বিজেপ তিন রাজ্যেই এগিয়ে রয়েছে। বিধানসভা নির্বাচনের ফলাফল NDA এবং I.N.D.I.A উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। এদিকে, বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসতেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৬ ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক ডেকেছেন। এই বৈঠক হবে মল্লিকার্জুন খড়গের বাসভবনে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দিল্লিতে বৈঠকের জন্য বিরোধী জোটের সব শরিকদের আমন্ত্রণ জানিয়েছেন। বিরোধী জোট 'ইন্ডিয়া' হল কংগ্রেসের নেতৃত্বে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলির একটি জোট।এই বৈঠকে সমগ্র নির্বাচনী দলগুলোর পরিবর্তে সমন্বয় কমিটির অন্তর্ভুক্ত দলের নেতারা অংশ নেবেন। যেখানে লোকসভা নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা হবে।

মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশিত ছিল। মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে কংগ্রেস সরকার গঠন করবে বলে জল্পনা ছিল। অন্যদিকে রাজস্থানে বিজেপি সরকার গঠনের সম্ভাবনা উঠে এসেছে একাধিক এক্সিট পোলের সমীক্ষায়। এদিকে, প্রবণতা যা তাতে দেখা যাচ্ছে তিনটি রাজ্যেই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এগোচ্ছে বিজেপি। তেলেঙ্গানায়, কংগ্রেস ভাল ফল করেছে ।

India Mallikarjun Kharge
Advertisment