PM Modi Attack Congress: ভোট এগিয়ে আসছে। ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশানায় কংগ্রেস। প্রধানমন্ত্রী মোদী শনিবার কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন যে, দেশের দল কংগ্রেস 'পরিবারতন্ত্র, দুর্নীতি এবং তোষণের বাইরে কিছু চিন্তাই করতে পারে না এবং দেশের উন্নয়ন ওই দলের কোনদিন উদ্দেশ্য ছিল না।' এদিন 'বিকশিত ভারত-বিকশিত ছত্তিশগঢ়' কর্মসূচিতে ভার্চুয়াল ভাষণে প্রদানমন্ত্রীর তোপ, 'স্বাধীনতার পরে কংগ্রেস দীর্ঘ সময় ধরে দেশ শাসন করেছে কিন্তু তার নজর শুধুমাত্র সরকার গঠনের দিকে ছিল, দেশের ভবিষ্যত গড়ে তোলার দিকে নয়।'
প্রধানমন্ত্রী এদিন ৩৪ হাজার কোটি টাকার বেশি মূল্যের দশটি উন্নয়নপ্রকল্পের ভিত্তিপ্রস্তের স্থাপণ করে এদিন তা দেশবাসীকে উৎসর্গ করেন। মোদীর দাবি, আগামী পাঁচ বছরে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে এবং ছত্তিশগঢ় উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে যাবে।
প্রধানমন্ত্রী মোদীর কথায়, 'যারা স্বাধীনতার পর দীর্ঘদিন দেশ শাসন করেছেন, তাদের চিন্তা-চেতনা মহৎ ছিল না এবং তারা নিজেদের রাজনৈতিক স্বার্থের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিত। কংগ্রেস বারবার ক্ষমতায় এসেছে কিন্তু দেশের ভবিষ্যত গড়তে ভুলে গিয়েছে। তাদের (কংগ্রেস) চিন্তা ছিল শুধুমাত্র একটি সরকার গঠন করা। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কখনই তাদের উদ্দেশ্য ছিল না।'
মোদীর দাবি, 'আজও কংগ্রেসের দশা ও দিশা আগের মতোই আছে। কংগ্রেস পরিবারতন্ত্র, দুর্নীতি এবং তোষণের বাইরে চিন্তা করতে পারে না।' মোদীর প্রশ্ন, 'যাঁরা শুধু নিজেদের ছেলে-মেয়ের ভবিষ্যৎ তৈরিতে ব্যস্ত তারা কখনোই আপনার (দেশবাসী) ছেলে-মেয়েদের কথা ভাবতে পারে না।'
আরও পড়ুন- Lok Sabha Elections 2024: মোদী রাজ্যে জোটের লড়াই, দিল্লি, গুজরাট সহ ৫ রাজ্যে আসন সমঝোতা চূড়ান্ত
কংগ্রেসকে তুলোধনার পাশাপাশি মোদীর দাবি, 'আপনারা সবাই মোদীর পরিবার। আপনার স্বপ্নপূরণ মোদীর সংকল্প। তাই আজ আমি উন্নত ভারত এবং উন্নত ছত্তিশগঢ়়ের কথা বলছি।' প্রধানমন্ত্রীর বলেন, 'দরিদ্র, যুবক ও মহিলাদের ক্ষমতায়ণের মাধ্যমে একটি উন্নত ছত্তিশগঢ় গড়ে তোলা যেতে পারে।'
ছত্তিশগড়ের আগের কংগ্রেস সরকার দরিদ্রদের জন্য ঘর নির্মাণ বন্ধ করে দিয়েছিল কিন্তু নতুন বিজেপি সরকার তা ত্বরান্বিত করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত বছরের শেষে ছত্তিশগঢ়ে বিধানসভা নির্বাচনে বিজেপি কংগ্রেসের পরাজিত করেছে।