তিনি ছিলেন মুর্শিদাবাদের বেতাজ বাদশা। কিন্তু গত কয়েক বছরে পরিস্থিতি বদলে গিয়েছে অনেকটাই। তৃণমূলের দাপটে ক্রমাগত পায়ের তলার মাটি হারিয়েছেন বহরমপুরের কুড়ি বছরের সাংসদ অধীর চৌধুরি। বিশ্বস্ত সঙ্গীরা নাম লিখিয়েছেন জোড়াফুল ব্রিগেডে। রাজনৈতিক জীবনের সম্ভবত কঠিনতম লড়াইয়ের আগে নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় কী লিখলেন অধীর, দেখে নিন একঝলকে।
নাম- অধীররঞ্জন চৌধুরি
বয়স- ৬৩
হাতে নগদ- ১ লক্ষ ২১ হাজার টাকা, স্ত্রীর হাতে ৫ লক্ষ
ব্যঙ্কে- ৭ লক্ষ ৪৯ হাজার ৭৪৪ টাকা। স্ত্রীর ব্যাঙ্কে রয়েছে ২২ লক্ষ ৮ হাজার ৫৩৮ টাকা
গাড়ি- একটি ফোর্ড ইকোস্পোর্টস গাড়ি, দাম- ৯ লক্ষ ১১ হাজার ১৪২ টাকা
অলংকার- মোট ২০০ গ্রাম, মূল্য- ৬ লক্ষ ৮০ হাজার টাকা। স্ত্রী রয়েছে ৫০০ গ্রাম অলংকার, মূল্য ১৮ লক্ষ টাকা
অকৃষিজমি-
১ । বহরমপুরের গোরাবাজারে একটি ৫২৫ স্কোয়্যার ফুটের জমি, মূল্য ৫০ লক্ষ টাকা
২। বহরমপুরেই আরেকটি ৩৬০০ স্কোয়্যার ফুটের জমি, মূল্য ৫০ লক্ষ টাকা
৩। কালিকাপুরে একটি ৬০০০ স্কোয়্যার ফুটের জমি, দাম ৮২ লক্ষ টাকা
৪। কালিকাপুরেই আরেকটি ৯৫০০ স্কোয়্যার ফুটের জমি, বাজারদর ৫০ লক্ষ টাকা
৫। মহিষবাথানে ৩২৪০ স্কোয়্যার ফুটের জমি, বর্তমান বাজারদর ৭৫ লক্ষ টাকা
বাড়ি-
১। বহরমপুরে একটি ৭০০ স্কোয়্যার ফুটের ফ্ল্যাট, বর্তমান বাজারদর ২৫ লক্ষ টাকা।
২। বহরমপুরেই আরেকটি ৮৫০ স্কোয়্যার ফুটের ফ্ল্যাট, বাজারদর ৩৫ লক্ষ টাকা
৩। বেদিক ভিলেজে একটি ৭৫০ স্কোয়্যার ফুটের ফ্ল্যাট, বাজারদর ২৪ লক্ষ টাকা।
৪। দিল্লিতে একটি ২০০ স্কোয়্যার ফুটের ফ্ল্যাট। বাজারদর যথাক্রমে ৩৫ লক্ষ টাকা
৫। দিল্লিতেই আরেকটি ৭৪০ স্কোয়্যার ফুটের ফ্ল্যাট, দাম ৮৫ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা।
৬। দেরাদুনে একটি ৭৪০ স্কোয়্যার ফুটের ফ্ল্যাট, বাজারদর ৩ লক্ষ ৭১ হাজার টাকা।
ঋণ- ৪২ লক্ষ ৪৯ হাজার ৬৩৫ টাকা
শিক্ষাগত যোগ্যতা- ১৯৭০ সালে দশম শ্রেণি উত্তীর্ণ