Advertisment

NEET 2024 row in Lok Sabha: 'বিরোধীদের কন্ঠস্বর দমনের চেষ্টা', রাহুলের মাইক বিভ্রাট ইস্যুতে বিজেপিকে তোপ কংগ্রেসের

। মোদী সরকারের বিরুদ্ধে বিরোধী কন্ঠস্বরকে দমনের অভিযোগ তুলেছে কংগ্রেস। কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডা দাবি করেছেন, 'NEET নিয়ে আলোচনার দাবি জানানোর সময় রাহুলের মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। তাকে এক মিনিটও কথা বলতে দেওয়া হয়নি। এটা লজ্জাজনক'।

author-image
IE Bangla Web Desk
New Update
"কংগ্রেস, রাহুল গান্ধী, লোকসভা, NEET, ওম বিড়লা, কংগ্রেস, রাহুল গান্ধী, লোকসভা, NEET, ওম বিড়লা, Rahul Gandhi, Lok Sabha, NEET, Om Birla, "

NEET কেলেঙ্কারি নিয়ে উত্তাল সংসদ। লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে।

Rahul Gandhi’s mic switched off: NEET কেলেঙ্কারি নিয়ে উত্তাল সংসদ। লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সংসদে তোলপাড় পড়ে গিয়েছে। মোদী সরকারের বিরুদ্ধে বিরোধী কন্ঠস্বরকে দমনের অভিযোগ তুলেছে কংগ্রেস। কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডা দাবি করেছেন, 'NEET নিয়ে আলোচনার দাবি জানানোর সময় রাহুলের মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। তাকে এক মিনিটও কথা বলতে দেওয়া হয়নি। এটা করা লজ্জাজনক;। পাশাপাশি তিনি বলেন, 'হাউসে বিরোধী দলের নেতার তার মতামত প্রকাশ করার অধিকার রয়েছে কিন্তু বিজেপি সরকার এই সংসদীয় ঐতিহ্যকে কলঙ্কিত করছে'।

Advertisment

কংগ্রেস নেতা এবং সাংসদ রাহুল গান্ধী NEET পেপার ফাঁস ইস্যুতে সংসদে মোদী সরকারকে কোণঠাসা করেছেন। এই সময় কংগ্রেস সাংসদ দীপেন্দ্র হুডা অভিযোগ করেছেন, যে রাহুল গান্ধী যখন বক্তব্য রাখছিলেন তখন মাইকটি বন্ধ হয়ে গিয়েছিল। এবার এই বিষয়টি নিয়ে বিজেপিকে নিশানা করলেন রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট।

শচীন পাইলট বলেছেন, "যখন লোকসভার বিরোধীদল নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে দেশের তরুণদের স্বার্থের সাথে হাউসে NEET প্রশ্ন ফাঁসের বিষয়টি উত্থাপন করেছিলেন, তখন তাদের কণ্ঠস্বর রোধ করার জন্য মাইক বন্ধ করে দেওয়া হয়।"

আরও পড়ুন : < Man Beaten to Death in Kolkata: খাস কলকাতায় মোবাইল চোর সন্দেহে গণপিটুনি, মৃত্যু যুবকের, হুশ ফিরবে কবে? উঠছে প্রশ্ন! >

প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী পাইলট বলেছেন, "হাউসে বিরোধীদল নেতার তার মতামত প্রকাশ করার অধিকার রয়েছে, কিন্তু বিজেপি সরকার এই সংসদীয় ঐতিহ্যকে কলঙ্কিত করছে। কেন্দ্রীয় সরকার যুব সমাজের ভবিষ্যত বিষয় নিয়ে আলোচনা করতে রাজি নয়। কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার দাবি ফের উত্থাপন করবে।"

এদিকে রাহুলের মাইক বন্ধের অভিযোগে, লোকসভার স্পিকার ওম বিড়লা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যে এখানে এমন কোনও বোতাম নেই যার মাধ্যমে মাইক বন্ধ করা যায়।

মাইক বন্ধ করা একটি ঘৃণ্য কাজ: কংগ্রেস

মাইক বন্ধ করে দেওয়া নিয়ে সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস। দলটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি টুইট বার্তায় বলেছে যে এই ধরনের জঘন্য কাজ করে তরুণদের কণ্ঠস্বরকে দমন করার ষড়যন্ত্র করা হচ্ছে।"

NEET-UG rahul gandhi
Advertisment