প্রবীণ কংগ্রেস নেতা পবন খেরাকে বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরে আটক করেছে অমস পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে তার মন্তব্যের জন্য খেরার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করার পরে এদিন প্রবীণ এই কংগ্রেস নেতাকে আটক করা হয়েছে। দিল্লি বিমান বন্দরে গ্রেফতার সিনিয়র কংগ্রেস নেতা পবন খেরা। তাঁকক গ্রেফতার করে আসামে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলেই জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র বাঘেল গ্রেফতারি নিয়ে বলেছেন- 'কংগ্রেসের সম্মেলনকে বিজেপি ভয় পাচ্ছে', এটা তারই প্রমাণ! সূত্রের খবর, খেরাকে গ্রেফতার করে অসমে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। রায়পুরগামী বিমান থেকে নামিয়ে দেওয়ার পর দিল্লি বিমানবন্দরেই গ্রেফতার করা হয়। তাঁকে অসম পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।
কংগ্রেস বৃহস্পতিবার বলেছে, দলের সিনিয়র নেতা এবং মিডিয়া ইনচার্জ পবন খেরাকে অসম পুলিশ দিল্লি বিমানবন্দরে থেকে গ্রেফতার করেছে। দিল্লি-রায়পুর বিমান থেকে তাকে নামিয়ে গ্রেফতার করা হয় বলেই খবর। তিনি আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এআইসিসি পূর্ণাঙ্গ অধিবেশনের জন্য ছত্তিশগড় যাচ্ছিলেন।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী গ্রেফতারি নিয়ে বলেন, 'একদিকে বিজেপি রাজ্যে অভিযান চালিয়ে আমাদের কর্মসূচি বন্ধ করার চেষ্টা করছে, অন্যদিকে আমাদের নেতাদের ছত্তিশগড়ে আসতে বাধা দিচ্ছে পুলিশ। পবন খেরাকে বিমান থেকে নামিয়ে দেওয়া এটাই প্রমাণ করে যে বিজেপি কংগ্রেসের সম্মেলনকে ভয় পাচ্ছে।
সূত্রের খবর, খেরাকে গ্রেফতার করে অসমে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। ১১:৪৫ ফ্লাইট থেকে তাকে দিল্লি বিমান বন্দরে নামিয়ে দেওয়া হয়। পবন খেরা সাংবাদিকদের বলেন, ‘আমাকে বলা হয়েছিল বিমান বন্দর কর্তৃপক্ষে আমার সঙ্গে থাকা জিনিসপত্র পরীক্ষা করতে চায়। আমি তাদের বলি, আমার কাছে একটি হ্যান্ডব্যাগ ছাড়া কিছুই নেই। আমি যখন বিমান থেকে নামলাম, আমাকে বলা হল আমি রায়পুর যেতে পারব না এবং ডিসিপি আসবেন। আমি জানি না কেন আমাকে আটকানো হল'।
আরও পড়ুন: < হাতির হানায় মর্মান্তিক মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর, হামলা এড়াতে ‘মাস্টারপ্ল্যান’ মুখ্যমন্ত্রীর >
কংগ্রেস এটিকে বিজেপির একটি "স্বৈরাচারী" মনোভাব বলে অভিহিত করেছে। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ, ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে বলেছেন, “প্রথমে ইডি রায়পুরে অভিযান চালিয়ে দলের নেতাদের ভয় দেখাতে শুরু করে, এখন পবন খেরাকে দিল্লি পুলিশ রায়পুর থেকে গ্রেফতার করেছে। স্বৈরাচারের আরেক নাম অমিত শাহ। মোদী সরকার আমাদের জাতীয় সম্মেলন বাঞ্চাল করতে চায়। তবে আমরা ভয় পাচ্ছি না । দেশবাসীর জন্য আমরা লড়াই চালিয়ে যাব”।
টুইটারে একটি বিবৃতিতে, কংগ্রেসের তরফে বলা হয়েছে বিমানে খেরার সঙ্গে দলের অন্যান্য সিনিয়ার নেতারাও উপস্থিত ছিলেন। বিমানে ছিলেন দলের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি ভেনুগোপাল এবং সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালাও। পবন খেরা সম্প্রতি প্রধানমন্ত্রীকে "নরেন্দ্র গৌতমদাস মোদী" বলে কটাক্ষ করার পরে বিতর্কের সূত্রপাত। তিনি আদানি গ্রুপের বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) তদন্তের দাবিতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় এই কথা বলেন। পবন খেরাকে গ্রেফতারির ঘটনার প্রেক্ষিতে উত্তাল হয়ে ওঠে দিল্লি বমানবন্দর চত্বর। কংগ্রেস নেতারা ক্ষোভে ফেটে পড়েন।