Advertisment

মমতা-নীতীশের রক্তচক্ষুতে কংগ্রেসের থরহরি কম্প! পিছল ৬ ডিসেম্বরের 'ইন্ডিয়া' জোটের বৈঠক

৬ তারিখের বদলে কবে হবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বিরোধী জোটের বৈঠক?

author-image
IE Bangla Web Desk
New Update
Congress defers 6 Dec INDIA meet after Mamata Nitish say can not attend , মমতা নীতীশ যোগ দিতে না পারায় কংগ্রেসের ডাকে ৬ ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক পিছিল

বেঙ্গালুরুতে ইন্ডিয়া জোটের বৈঠকের ছবি।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তিনি বৈঠক সমন্ধে কিছুই জানেন না। বেঁকে বসেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।ব্যস্ততা দেখিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সমাজবাদি পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবও। ফলে সোমবার থেকেই আগামী বুধবারের ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে জলঘোলা চলছিল। শেষমেষ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকে ৬ই ডিসেম্বরের ইন্ডিয়া জোটের বৈঠক পিছিয়ে দেওয়া হল। শরিকি চাপেই এই রদবদল বলে জানা গিয়েছে।

Advertisment

৬ তারিখের বদলে কবে হবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বিরোধী জোটের বৈঠক? দিনক্ষণ এখনও স্পষ্ট করে জানানো হয়নি। তবে সূত্রের খবর, ডিসেম্বর মাসেরই তৃতীয় সপ্তাহে কোনও একদিন এই বৈঠক হতে পারে। শরিক নেতৃত্বের সঙ্গে কথা বলে কংগ্রেস তা চূড়ান্ত করবে বলে খবর।

ইন্ডিয়া জোটের বৈঠক না হলেও অবশ্য আগামিকাল খাড়গের বাড়িতে সংসদে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতারা বৈঠক করবেন বলেই জানা গিয়েছে। ২২ ডিসেম্বর পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশন চলবে। সংসদে শাসক শিবিরকে একযোগে নিশানা করতে রণকৌশল স্থির করা হতে পারে এই বৈঠকে।

আরও পড়ুন- কংগ্রেসকে অখিলেশের খোঁচা, মমতার কটাক্ষ, তিন রাজ্যে ভরাডুবির পর ইন্ডিয়া জোটে অশান্তি বাড়ছে

গো-বলয়ের তিন রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ের বিধানসভা নির্বাচনে পর্যদুস্ত হয়েছে কংগ্রেস। এ জন্য হাত শিবিরের গা-জোয়ারিকেই দায়ী করেছে বেশিরভাগ জোট শরিক। এসবের মধ্যেই রবিবার কংগ্রেস সভাপতি খাড়গের নেতৃত্ব দিল্লিতে 'ইন্ডিয়া' জোটের বৈঠক ডাকা হয় বুধবার। ইন্ডিয়া জোটের অন্যতম মুখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যা তৃণমূল নেত্রী রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে বলেছিলেন, '৬ ডিসেম্বরের বৈঠকের বিষয়ে আমার কিছু জানা নেই। এ ব্যাপারে কেউ আমাকে এখনও ফোন করেননি।' ৬ থেকে ১২ ডিসেম্বর উত্তরবঙ্গ সফরে থাকবেন মুখ্যমন্ত্রী। তাই শেষ মুহুর্তে বৈঠকে ডাক পেলেও তাঁর পক্ষে অংশগ্রহণ করা অসম্ভব বলে জানিয়ে দেন।

শুধু মমতাই নন, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত কুমার ৬ তারিখের বৈঠকে থাকতে পারবেন না বলে জানিয়ে দেন। ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিনও বৈঠকে যাওয়ার বিষয়ে অপারগতার কথা জানিয়েছিলেন। এরপর বুধবারের বৈঠকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। কেন হাত নেতৃত্বের এই বৈঠক নিয়ে এত তাড়াহুড়ো সে প্রশ্নও বড় হয়ে দেখা দেখ। শেষমেষ ইন্ডিয়া জোটের বৈঠক পিছল।

Mallikarjun Kharge JDU CONGRESS opposition india alliance Nitish Kumar tmc Mamata Banerjee
Advertisment