ক্য়াপটেনের বিদায় ঘটেছে। কিন্তু, অমরিন্দর সিংয়ের উত্তরসূরী কে? পাঞ্জাবেরর পরবর্তী মুখ্যমন্ত্রী বাছতে রবিবার বৈঠকে বসেছে কংগ্রেস পরিষদীয় দল। এই বৈঠকের বেশ কিছুক্ষণ অতিক্রান্ত। যদিও সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিয়ে এখনও কোনও ঐক্যমতে পৌঁছতে পারেনি পরিষদীয় দল। হিন্দু, নাকি শিখ সম্প্রদায় থেকেই কেই কুর্সিতে বসবেন- তা নিয়ে মতভেদ তৈরি হয়েছে।
শনিবার সন্ধ্যা পর্যন্ত একপ্রকার স্থির ছিল যে, রাজ্যের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখরই হবেন অমরিন্দরের উত্তরসূরী। কিন্তু, ক্রমশ পটপরিবর্তন ঘটে। রাতের দিকে জাখরে আপত্তি তোলেন একাধিক কংগ্রেস বিধায়ক। ক্যাবিনেট মন্ত্রী সুখজিন্দার সিং রানধাওয়া জাখরের নাম নিয়ে প্রবল বিরোধিতা করেন। যদিও তিনিই ২০১৯ সালের লোকসভা ভোটে সুনীল জাখরের হয়ে প্রচুর খেটেছিলেন। তাঁর মতে, যদি কোনও হিন্দুকেই মুখ্যমন্ত্রীর আসনে বসাতে হয় তেব অম্বিকা সোনির মতো ব্যক্তিত্ব হতে হবে। যদিও সূত্রের খবর, শনিবারই তিনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে সেই সম্ভাবনা তড়িঘড়ি নাকচ করেছেন।
বৈঠকে, পরবর্তী মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে উঠে আসছে সুখজিন্দর সিং, তৃপ্ত রণজিৎ সিং বাজওয়া, প্রতাপ সিং বাজওয়া ও বিজয় ইন্দর শিংলার নামও।
তবে, বেশিরভাগ কংগ্রেস বিধায়কই হিন্দু মুখ্যমন্ত্রীর বিষয়টি নিয়ে প্রতিবাদের সুর চড়িয়েছেন। আগামী বছর ভোটের আগে এই পদক্ষেপ করা হলে রাজ্যবাসী হতাশ হবেন ও হাত শিবিরের ভরাডুবি ঘটতে পারে বলে আশঙ্কা তাঁদের। সেক্ষেত্রে সুবিধা পেয়ে যাবে আপ। গতরাতেই দলীয় পর্যবেক্ষকদের কাছে এ কথা তুলে ধরেছেন প্রতিবাদী বিধায়করা। দানা গিয়েছে, রাহুল গান্ধী পাঞ্জাবের পরিস্থিতি নিয়ে দিল্লিতে বৈঠক করেছেন। তাঁর কাছেও হিন্দু মুখ্যমন্ত্রীর বিষয়টি নিয়ে বিরোধীতার কথা বলা হয়েছে।
যদিও রাহুল তা মানবেন কিনা তা নিয়ে কংগ্রেস বিধায়করাই সন্দিহান। কারণ অমরিন্দরের উত্তরসূরী হিসাবে সুনীল জাখরকে পছন্দ রাহুলের। হাত শিবিরের বিধায়কদের ধারণা, ক্যাপটেনকে সরাতে যদি সিধুর কথা মেনে নেন রাহুল গান্ধী, তবে ওনার পছন্দকেই চাপিয়ে দেওয়ার চেষ্টা হবে। সেক্ষেত্রে হিন্দু মুখ্যমন্ত্রীকেই হয়তো মেনে নিতে হবে।
সূত্রের খবর, একান্তই যদি কোনও হিন্দুকেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসাতে হয় তবে নভজ্যোত সিং সিধু জাখরে সিলমোহর দেবেন। কিন্তু, পরিবর্তে জাট শিখের নাম উঠে এলে তার বিরোধিতা করবেন তিনি।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন