Advertisment

কেন্দ্রের আনা অধ্যাদেশ নিয়ে অবস্থান স্পষ্ট কংগ্রেসের, বিরোধী ঐক্য যোগ দেবেন কেজরিওয়াল?

সোমবার (১৭ জুলাই) বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকের আগেই বড় ঘোষণা কংগ্রেসের

author-image
IE Bangla Web Desk
New Update
congress delhi ordinance, opposition meeting bengaluru, aap delhi ordinance, congress ordinance opposition, aap congress relations, latest news, indian express, আপ, কংগ্রেস, বিজেপি, বিরোধী ঐক্য

কেন্দ্রের আনা অধ্যাদেশের বিরোধিতা না করলে সামনে সপ্তাহে বিরোধী ঐক্যে যোগ দেবে না আপ, আপের তরফে এমনটাই জানান হয়। এরপরই কংগ্রেস তার অবস্থান স্পষ্ট করেছে। গত কয়েকদিন ধরে কংগ্রেসের অবস্থান নিয়ে কঠোর ছিল আম আদমি পার্টি। পাটনায় বিরোধী দলগুলির বৈঠকে এই ইস্যুতে অনেক আপের তরফে একাধিক বক্তব্য তুলে ধরা হয়। তবে এখন কংগ্রেস তাদের অবস্থান পরিষ্কার করেছে। আপের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা নিজেই এই দাবি করেছেন।

Advertisment

রবিবার (১৬ জুলাই) কংগ্রেস নেতা পবন খেদা কেন্দ্রীয় সরকারের আনা অধ্যাদেশের বিরোধিতা করার কথা বলেছেন। পবন খেদা বলেন, দল এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, আম আদমি পার্টির নেতা এবং সাংসদ রাঘব চাড্ডা এটিকে একটি ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে কংগ্রেস এবং আম আদমি পার্টি এখন দিল্লি অধ্যাদেশ নিয়ে এক অবস্থান নিয়েছে। কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে আপ-কে সমর্থন করবে কংগ্রেস। রাঘব চাড্ডা টুইট করেছেন, "কংগ্রেস দিল্লি অধ্যাদেশের স্পষ্ট বিরোধিতা ঘোষণা করেছে। এটি একটি ইতিবাচক পদক্ষেপ।"

কেন্দ্রের অধ্যাদেশের বিরোধিতা প্রসঙ্গে, কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেছেন যে সোমবার (১৭ জুলাই) বেঙ্গালুরুতে বিরোধীদের একটি বৈঠক হবে। যা অরবিন্দ কেজরিওয়ালও এই বৈঠকে অংশ নেবেন বলেই আশা। এর আগে পাটনায় অনুষ্ঠিত বিরোধী দলগুলির বৈঠকের পরে একটি বড় বিবৃতি দিয়েছে আম আদমি পার্টি। আপ কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগ তোলে। আম আদমি পার্টি বলে, ‘দিল্লিতে কেন্দ্রের এই অর্ডিন্যান্স বিজেপি এবং কংগ্রেসের মধ্যে যোজসাজশের ফল’।

Arvind Kejriwal AAP
Advertisment