“দলিত সীতারাম কেশরীকে ছুড়ে ফেলে দিয়েছিল কংগ্রেস” রাজ্যসভায় দাঁড়িয়ে মোদীর নিশানায় দেশের গ্রাণ্ড ওল্ড পার্টি।
‘দেশ জানে যে দলিত সীতারাম কেশরীকে কংগ্রেস সভাপতি হিসেবে তাঁর পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে দেওয়া হয়নি। তাঁকে ফুটপাথে ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল সোনিয়া গান্ধীকে নতুন পার্টি সভাপতি করার জন্য।’’ আজ রাজ্যসভায় দাঁড়িয়ে এভাবেই চাঁচাছোলা ভাষায় কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী।
একই সময় তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরুর লেখা চিঠির কথাও উল্লেখ করে মোদী বলেন, 'দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহেরু বলেছিলেন যে আমি কোনও ধরণের সংরক্ষণ পছন্দ করি না। বিশেষ করে আমি চাকরিতে রিজার্ভেশন পছন্দ করি না। আমি এ ধরনের যেকোনো পদক্ষেপের বিপক্ষে'।
তাঁর ভাষণে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেস পিছিয়ে পড়া মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। তিনি বলেন, 'আমরা ৩৭০ ধারা বাতিল করেছি, স্বাধীনতার এত দশক পরে, ST, SC, OBC তাদের হারানো অধিকারগুলি ফিরে পেয়েছে যা তাদের অনেক বছর আগে পাওয়া উচিত ছিল। বঞ্চিত পিছিয়ে পড়া মানুষ জম্মু ও কাশ্মীরে এতদিন কোন অধিকার পায়নি'।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাম না নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, "কংগ্রেস জন্ম থেকেই সংরক্ষণের বিরোধী।" মোদী বলেন, নেহেরু বলতেন, যদি তফশিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং ওবিসিরা চাকরিতে সংরক্ষণ পায়, তাহলে কাজের গুণগত মান নষ্ট হবে। আজ সেই কংগ্রেস গণনা করছে কতজন অফিসার কোন বর্ণের"।
আরও পড়ুন : < Narendra Modi in Rajya Sabha Speech: মমতার ‘আসন’ চ্যালেঞ্জকে হাতিয়ার মোদীর, কংগ্রেসকে খোঁচা প্রধানমন্ত্রীর >
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ চলাকালীন কংগ্রেসকে কড়া নিশানা করেন। তিনি এদিন বলেন, কংগ্রেসের নেতাদের কোনো নিশ্চয়তা নেই, তাদের নীতির কোনো নিশ্চয়তা নেই। তারা আবার মোদীর গ্যারান্টি নিয়ে প্রশ্ন তুলছেন’। প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, ‘কংগ্রেস ১০ বছরে দেশকে ১১ তম স্থানে নিয়ে গিয়েছে। সেখানে বিজেপি সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে মোদী বলেন, ‘আমরা ১০ বছরে দেশকে বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে নিয়ে এসেছি’।
আরও পড়ুন : < PM Modi: ‘আমাকে কিছুতেই দমাতে পারবে না’, রাজ্যসভায় বিরোধীদের কীসের চ্যালেঞ্জ মোদীর? >
কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘বাংলা থেকে চ্যালেঞ্জ এসেছে কংগ্রেস ৪০ পার করতে পারবে না। মোদী বলেন, ‘আমি প্রার্থনা করছি যাতে তারা ৪০টি আসন জিততে পারে’। পাশাপাশি কংগ্রেসকে খোঁচা দিয়ে মোদী বলেছেন, ‘এত বড় দল, এতদিন যারা দেশ শাসন করেছেন অল্প সময়েই তাদের এমন পতন। আমি কংগ্রেসের প্রতি সহানুভূতি জানাচ্ছি’। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ‘কংগ্রেস বাবাসাহেব আম্বেদকরের ভাবনাকে ধ্বংস করার চেষ্টা করেছে’। তিনি বলেন, ‘আমরা দেশকে সংকট থেকে বের করে এনেছি। কংগ্রেস দেশের সমস্যা সম্পর্কে সচেতন ছিল কিন্তু তার কোন সমাধান করেনি। তিনি এদিন বলেন, ‘কংগ্রেসের নিজস্ব গ্যারান্টি এবং নীতি বলে নেই তবে তারা সব সময়ই মোদীর গ্যারান্টি নিয়ে প্রশ্ন তুলছে’।