Advertisment

কংগ্রেসের সব জেলা কমিটি ভেঙে দিলেন প্রিয়াঙ্কা

এ মাসেই প্রিয়াঙ্কা গান্ধী যেসব দলীয় কর্মী কাজে ব্যর্থ হয়েছেন তাদের এক হাত নিয়েছেন। তিনি বলেছেন এবারে ভোটে দলের হয়ে যারা কাজ করেনি তাদের নাম খুঁজে বের করবেন তিনি। 

author-image
IE Bangla Web Desk
New Update
Congress, Priyanka Gandhi

ফাইল ছবি

উত্তর প্রদেশের সমস্ত কংগ্রেসের জেলা কমিটি ভেঙে দেওয়া হল। সোমবার দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবং জ্য়োতিরাদিত্য় সিন্ধিয়ার সুপারিশ মেনেই এই পদক্ষেপ।

Advertisment

দলের তরফ থেকে জানানো হয়েছে ১১ টি কেন্দ্রের উপনির্বাচনের দেখভাল করার জন্য় দু সদস্য়ের এক কমিটি নিয়োগ করা হবে।

কংগ্রেসের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তিন সদস্য়ের একটি শৃঙ্খলা রক্ষা কমিটি সাম্প্রতিক লোকসভা ভোটে যে সব শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখবে।

এ মাসেই প্রিয়াঙ্কা গান্ধী যেসব দলীয় কর্মী কাজে ব্যর্থ হয়েছেন তাদের এক হাত নিয়েছেন। তিনি বলেছেন এবারে ভোটে দলের হয়ে যারা কাজ করেনি তাদের নাম খুঁজে বের করবেন তিনি।

প্রিয়াঙ্কা গান্ধী এবারের লোকসভা ভোটের আগে দলের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন। উত্তরপ্রদেশে, বিশেষ করে রায়বেরিলি ও আমেথিতে ব্য়াপক প্রচার করেন তিনি।

কিন্তু রাজ্য়ের ৮০টি আসনের মধ্য়ে কংগ্রেস জেতে কেবল রায়বেরিলিতে। দলের সভাপতি রাহুল গান্ধী পরিবারের শক্ত ঘাঁটি আমেথিতে স্মৃতি ইরানির কাছে পরাজিত হন।

প্রিয়াঙ্কা গান্ধী এবং এআইসিসি-র উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত জ্য়োতিরাদিত্য় সিন্ধিয়া লোকসভা ভোটের পর দলীয় বিপর্যয়ের কারণ খুঁজতে পর্যালোচনা বৈঠক করেন। এবারের ভোটে কংগ্রেস মোট ৫২টি আসন পেয়েছে।

Priyanka Gandhi CONGRESS
Advertisment