Advertisment

বাড়ছে আক্রমণের ঝাঁঝ, গেহলট গুগলিতে দিশাহীন পাইলট-যাত্রা

যাত্রার উদ্দেশ্যে সম্পর্কে পাইলট বলেছেন, "তার এই যাত্রা কারুর বিরুদ্ধে নয়, দুর্নীতির বিরুদ্ধে এবং যুবদের (স্বার্থ) রক্ষা করার জন্য।"

author-image
IE Bangla Web Desk
New Update
congress, rajasthan, rajasthan news, sachin pilot, ashok gehlot, todays news, rajasthan news, rajasthan updates, Jan Sangharsh Yatra, rajasthan yatra"

যাত্রার উদ্দেশ্যে সম্পর্কে পাইলট বলেছেন, "তার এই যাত্রা কারুর বিরুদ্ধে নয়, দুর্নীতির বিরুদ্ধে এবং যুবদের (স্বার্থ) রক্ষা করার জন্য।"

রাজস্থানে, অশোক গেহলট এবং শচীন পাইলট শিবিরে সমস্যা যেন কিছুতেই মিটছে না। গত সাড়ে চার বছরের শাসন সত্ত্বেও বসুন্ধরা রাজে সরকারের কেলেঙ্কারিতে কোনও পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ শচীন পাইলট। এবার তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের ময়দানে।

Advertisment

রাজস্থান প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি শচীন পাইলট মুখ্যমন্ত্রী অশোক গেহলট সরকারের বিরুদ্ধে গণসংগ্রাম পদযাত্রা বের করছেন। জনসংঘর্ষ যাত্রার মাধ্যমে রাজ্য সরকারকে কড়া বার্তা দিতে চান রাজস্থান প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি শচীন পাইলট। দুর্নীতির অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না গেহলট সরকার। এই অভিযোগেই শুরু হয় তার এই যাত্রা।

শচীন পাইলট মিডিয়ার সঙ্গে কথা বলে নিজের দলের সরকারকেই নিশানা করেন। দিন কয়েক আগেই গেহলট সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন সচিন পাইলট। ফের প্রকাশ্যে আক্রমণের ঝাঁঝ বাড়ালেন তিনি। শচীন পাইলট বলেছেন, তাঁর মনে হচ্ছে রাজস্থানের মুখ্যমন্ত্রীর নেত্রী সোনিয়া গান্ধী নয়, বিজেপির বসুন্ধরা রাজে। কংগ্রেস শিবিরের শীর্ষ নেতাদের মধ্যে এই দ্বন্দ্ব ঘিরে কার্যত অস্বস্তিতে কংগ্রেস।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জনসংঘর্ষ যাত্রার দ্বিতীয় শচীন পাইলট বলেছেন, 'দুর্নীতির বিরুদ্ধে গেহলট সরকার কোন ব্যবস্থা নিচ্ছেন না। তিনি বলেন, যখন প্রশ্নপত্র ফাঁসের তদন্ত হচ্ছে, তখন বিবৃতি এসেছিল এর সঙ্গে কোনো নেতা বা কোনো কর্মকর্তা জড়িত নয়, তদন্ত যদি শেষ না করেই যদি এ কথা বলা হয় তাহলে কি তদন্তের ভিত্তি কী থাকবে? তিনি বলেন, 'দুর্নীতির বিষয়টি এবং আমাদের তরুণদের ভবিষ্যৎ সংক্রান্ত সমস্যা, আমাদের সরকারের শোনা উচিৎ যেহেতু রাজ্যে আমাদের দলের সরকার আছে, তাই আমরা আশা করি আমাদের সরকার আমাদের কথা শুনবে'।

রাজস্থান কংগ্রেসে দলের দুই শীর্ষ নেতা অশোক গেহলট ও শচীন পাইলটের মধ্যে দ্বন্ধ যেন কিছুতেই মিটছে না। গত কয়েক সপ্তাহ ধরে, পাইলট দুর্নীতির মামলায় পদক্ষেপ না নেওয়ার অভিযোগে একাধিকবার গেহলটের সমালোচনা করেছেন। পাইলটকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী অশোক গেহলট জয়পুরে বলেছিলেন “শুধুমাত্র সেই ব্যক্তিই রাজনীতির ময়দানে সফল হন যিনি সকলকে সঙ্গে নিয়ে চলেন। যারা শুধু নিজের কথা বলে, দলাদলি সৃষ্টি করে সে জীবনে কখনও সফল হতে পারে না"।

রাজ্য কংগ্রেসের প্রধান গোবিন্দ সিং দোতাসরা বলেন, পাইলটের যাত্রার সাথে দলের কোনও সম্পর্ক নেই এবং এটি পাইলটের ব্যক্তিগত কর্মসূচি। সংগঠন বা এআইসিসি থেকে (এই যাত্রার জন্য) কোনও অনুমতি নেওয়া হয়নি।”আজমীর থেকে পাইলটের যাত্রা শুরুর আরেকটি কারণ হল, এটি তার প্রাক্তন লোকসভা কেন্দ্র। পাশাপাশি এখানেই রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের (RPSC) প্রধান কার্যালয়,পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে

এক মন্তব্যে পাইলট বলেন, 'সম্ভবত স্বাধীনতার পর প্রথমবারের মতো একজন কমিশনের এক আধিকারিককে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আধিকারিককে গ্রেফতার করা কি যথেষ্ট? এর নেপথ্যে কারা? তা খতিয়ে দেখা উচিৎ'। যদিও যাত্রার উদ্দেশ্যে সম্পর্কে পাইলট বলেছেন, "তার এই যাত্রা কারুর বিরুদ্ধে নয়, দুর্নীতির বিরুদ্ধে এবং যুবদের (স্বার্থ) রক্ষা করার জন্য।"

Sachin Pilot
Advertisment