আঞ্চলিক দলগুলোর সঙ্গে হাত মেলাক কংগ্রেস, পরামর্শ ফরোয়ার্ড ব্লকের

বিজেপিকে হারাতে আঞ্চলিক দলগুলির সঙ্গে বোঝাপড়া করে একজোট হতে কংগ্রেস নেতৃত্বকে পরামর্শ দিলেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস।

বিজেপিকে হারাতে আঞ্চলিক দলগুলির সঙ্গে বোঝাপড়া করে একজোট হতে কংগ্রেস নেতৃত্বকে পরামর্শ দিলেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস।

author-image
IE Bangla Web Desk
New Update
Facebook removes Rahul Gandhi’s post

লোকসভা ভোটকে পাখির চোখ করে এ বছরের শুরুতেই ফেডারেল ফ্রন্ট নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছিল বিরোধীরা। তারপর সদ্য কর্নাটক নির্বাচনে যেভাবে বিরোধী ঐক্যের কাছে শেষ পর্যন্ত মাথা নোয়াতে হল বিজেপিকে, তাতে করে বাড়তি অক্সিজেন পাচ্ছেন ফেডারেল ফ্রন্টের কারিগররা। বিরোধীরা একজোট হলে, মোদি-অমিত শাহদের যে অনায়াসে হারানো যাবে, তার কিছুটা হলেও আভাস দিয়েছে কর্নাটকের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট। বিজেপিকে হারাতে আঞ্চলিক দলগুলির সঙ্গে বোঝাপড়া করে তাই একজোট হতে কংগ্রেস নেতৃত্বকে পরামর্শ দিলেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস।

আরও পড়ুন, কর্নাটকের কুর্সিতে বসতে চলেছে কংগ্রেস-জেডি (এস)

Advertisment

রবিবার কলকাতায় সাংবাদিক বৈঠকে দেবব্রত বলেন যে, কর্নাটকে বিধানসভা ভোটের আগে যদি জেডি (এস)-এর সঙ্গে কংগ্রেস হাত মেলাত, তবে দক্ষিণের এই রাজ্যের পরিস্থিতিটা অন্যরকম হত। এ প্রসঙ্গে ফরোয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস বলেন, ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপিকে হারাতে হলে আঞ্চলিক দলগুলির সঙ্গে ভাল করে বোঝাপড়া করে একজোট হতে হবে কংগ্রেস নেতৃত্বকে। তিনি আরও বলেন যে, বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলি এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী।

আরও পড়ুন, Karnataka Assembly: আস্থা ভোটের আগে ইস্তফা দিলেন ইয়েদুরাপ্পা

আগামী ডিসেম্বর মাসে ফরওয়ার্ড ব্লকের ১৮ তম পার্টি কনফারেন্সের কথা এদিন জানান দেবব্রত বিশ্বাস। আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত দেশ জুড়ে ফরওয়ার্ড ব্লকের প্রতিবাদ কর্মসূচি পালন করার কথাও জানান তিনি। মূল্যবৃদ্ধি, এফডিআই, আর্থিক নীতিসহ বেশ কিছু ইস্যুতে প্রতিবাদ জানাবে ফরওয়ার্ড ব্লক।

bjp CONGRESS Forward Bloc