Advertisment

Congress: কয়লা কেলেঙ্কারিতে নাম জড়াল মোদী সরকারের, মারাত্মক অভিযোগ আনল কংগ্রেস

নিয়ম পরিবর্তন করে কয়লা নিলাম করেছে কেন্দ্র? মারাত্মক অভিযোগে তোলপাড় জাতীয় রাজনীতি।

author-image
IE Bangla Web Desk
New Update
congress coal auctions

নিয়ম পরিবর্তন করে কয়লা নিলাম করেছে কেন্দ্র, মারাত্মক অভিযোগ কংগ্রেসের।

কিছু শিল্পপতির সুবিধার জন্য নিয়ম পরিবর্তন করে সরকার কয়লা নিলাম করেছে কেন্দ্র। CAG রিপোর্টকে হাতিয়ার করে মোদীর বিরুদ্ধে এবার তোপ দেগেছে কংগ্রেস।

Advertisment

CAG রিপোর্টের কথা উল্লেখ করে, কংগ্রেস বলেছে যে সরকার কয়লা নিলামের আগে নির্দিষ্ট শিল্পপতিদের সুবিধার্থে আগের বেশ কিছু নিয়মগুলিকে সংশোধন করেছে। যার ফলে রাজস্বের উল্লেখযোগ্য ঘাটতি হয়েছে।

লোকসভা ভোটের আগেই মোদী সরকারকে নিশানা কংগ্রেসের। এবার সরাসরি কয়লা কেলেঙ্কারি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলল কংগ্রেস। সিএজি রিপোর্টের কথা উল্লেখ করে কংগ্রেস অভিযোগ করেছে যে সরকার কিছু নির্দিষ্ট শিল্পপতিদের সুবিধার জন্য নিয়ম পরিবর্তন করে কয়লা নিলাম করেছে। যার ফলে রাজস্বের বিরাট ক্ষতি হয়েছে।

কয়লা নিলাম নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজেপির দুই নেতার চিঠির বিষয়ে সরকার ও প্রধানমন্ত্রী কেন কোনো ব্যবস্থা নেননি, সেই প্রশ্নও তুলেছে বিরোধী দল। কংগ্রেস আরও প্রশ্ন তুলেছে বিরোধীদের মুখ বন্ধ করতে ইডি-সিবিআইকে হাতিয়ার করছে মোদী সরকার, সেখানে এত বড় কেলেঙ্কারির ঘটনায় মোদী সরকার কী ইডিকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দেবেন?

আরও পড়ুন : < Sudarshan Setu: মোদীর হাত ধরেই দীর্ঘতম কেবল ব্রিজের উদ্বোধন, বিশেষত্ব যা অবাক করবেই! >

কয়লা নিলাম নিয়ে উদ্বেগ প্রকাশ করে দুই বিজেপি নেতার চিঠির বিষয়ে সরকার এবং প্রধানমন্ত্রী কেন কোনও পদক্ষেপ নেয়নি সে বিষয়েও সরব হয়েছে কংগ্রেস। রমেশের কটাক্ষ, এ হল মোদীর ‘চাঁদা দাও, কয়লা নাও’ নীতি!

একটি সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময়, কংগ্রেস নেতা পবন খেরা বিজেপি নেতা তথা বর্তমান মন্ত্রী আর কে সিং এবং রাজীব চন্দ্রশেখরের চিঠির কথা উল্লেখ করে বলেন, '২০১৫ সালে সরকারকে চিঠি দিয়ে সতর্ক করেন বিজেপির দুই সাংসদ আর কে সিংহ (বর্তমানে বিদ্যুৎমন্ত্রী) এবং রাজীব চন্দ্রশেখর (বর্তমানে ইলেকট্রনিক ও তথ্য প্রতিমন্ত্রী)। বিষয়টি জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। কিন্তু তাঁদের আপত্তি গ্রাহ্যের মধ্যেই আনেনি মোদী সরকার"।

"মোদী সরকার কি এই বিষয়ে ED তদন্তের নির্দেশ দেবে এবং এই ষড়যন্ত্র ও দুর্নীতির এই জঘন্য কাহিনীর তদন্ত করবে," প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা পবন খেরা।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, "প্রধানমন্ত্রী শহরে গিয়ে 'মোদীর গ্যারান্টি' নিয়ে কথা বলেছেন। তিনি যে গ্যারান্টি দিয়েছেন তা হল, 'চাঁদা দাও, কয়লা নাও’ নীতি! তিনি বলেন, '২০১৪ সালে কথিত 'কয়লাগেট' কেলেঙ্কারি নিয়ে আলোচনার মাধ্যমে মোদী সরকারের 'শ্বেতপত্র' প্রকাশ করে। যদিও আসল কেলেঙ্কারিটি হয়েছে গত 10 বছরের 'অন্যায় কাল'-এ, যখন মোদী সরকার - তার নিজের দলের নেতাদের সতর্কতা সত্ত্বেও ক্ষমতাকে ব্যবহার করে অত্যন্ত লাভজনক কয়লা খনি তার 'পরম'-মিত্রের কাছে হস্তান্তর করে"।

কংগ্রেস কয়লা নিলামে সম্পূর্ণ কারচুপি করা হয়েছে বলেও অভিযোগ তোলে কংগ্রেস। দলের নেতা পবন খেরা বলেন, "মোদী সরকার ২০১৫ সালে ৪১ বিলিয়ন টনেরও বেশি কয়লা সহ ২০০ টিরও বেশি কয়লা খনি নিলামের জন্য একটি নতুন নীতি নিয়ে আসে। পরবর্তীকালে, দলের মধ্যে থেকে নীতির বিরুদ্ধে ভিন্নমত সামনে আসে। তবে, ২০১৬ সালে, সিএজি কয়লা নিলাম কতটা সন্দেহজনক ছিল তার প্রমাণ দিয়ে সংসদে একটি প্রতিবেদন পেশ করেছিল" ।

CONGRESS modi CAG
Advertisment