'শতাব্দীপ্রাচীন পুরোনো দলের ভারত জোড় যাত্রাকে ব্যাহত করার জন্য ভুয়ো এবং বিভেদমূলক খবর ছড়ানোর' অভিযোগে বিজেপি নেত্রী প্রীতি গান্ধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিল কংগ্রেস। প্রীতির বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন কংগ্রেস সাংসদ হিবি ইডেন।
সেই অভিযোগের চিঠি শেয়ার করে কংগ্রেসের মুখপাত্র তথা সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইট করেছেন, 'আমরা বিজেপি নেতাদের প্রচারিত ভুয়ো এবং বিভেদমূলক খবরের ৫টি মামলায় আইনি ব্যবস্থা নেওয়া শুরু করেছি। তাদের ভক্ত অনলাইন ঘৃণা তৈরি এবং আঘাত করার কারখানা। আমরা সইব না। সতর্কতার সঙ্গে ব্যবস্থা নেব। এক বিশেষভাবে দুষ্ট ভক্তের বিরুদ্ধে সাংসদ হিবি ইডেন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।'
ইডেন তাঁর অভিযোগে জানিয়েছেন যে বিজেপি নেত্রী প্রীতি গান্ধী, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর, রাহুল গান্ধীর একটি ছবি তাঁর টুইটার হ্যান্ডেলে ক্যাপশন-সহ শেয়ার করেছিলেন। যাতে লেখা ছিল, 'সাবধানে দেখুন। ভারত জোড় নয়, এটাই ভারত তোড়!' রমেশ বলেন, 'এই ছবি যা বোঝাতে চেয়েছিল তা হল, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমন একজন ব্যক্তির সঙ্গে ছবি তুলেছিলেন, যাঁর বিরুদ্ধে এক অনুষ্ঠানে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল।'
ইডেন তাঁর অভিযোগপত্রে উল্লেখ করেছেন যে, 'ছবিতে থাকা ব্যক্তি আর বাস্তবে রাহুলের সঙ্গে থাকা ব্যক্তি এক নন। প্রীতি গান্ধী তারপরে টুইটটি মুছে ফেলেন এবং অন্য একটি টুইট আপলোড করেন। যে টুইটে ব্যক্তির সম্মানের প্রতি সামান্যতম বিবেচনা না-করে অশ্লীল ইঙ্গিত এবং ভিত্তিহীন অভিযোগ দ্বিগুণ করা হয়েছিল'
এই বিতর্কের মধ্যেই, রাহুল গান্ধীর ভারত জোড় যাত্রা সোমবার কেরালের পালাক্কাদ জেলার শোর্নুর অতিক্রম করেছে। এই যাত্রাপথে রাহুল গান্ধীর সঙ্গে রয়েছেন হাজার হাজার কংগ্রেস কর্মী। ইতিমধ্যে এই পদযাত্রা ১৯ দিনে পড়ল। শীঘ্র এই পদযাত্রা ১২.৩ কিলোমিটার পথ অতিক্রম করবে। আর পট্টম্বিতে গিয়ে সাময়িক বিরতি নেবে।
এই কথা জানিয়ে কংগ্রেস টুইট করেছে, 'পদযাত্রা বিপুল 'উত্তেজনা এবং আশা' জাগিয়ে পালাক্কাদ জেলায় প্রবেশ করেছে। আপনারা এই পদযাত্রায় অংশ নেবেন। সেদিকে আমরা অধীরভাবে তাকিয়ে আছি।' সোমবারের পদযাত্রায় প্রবীণ কংগ্রেস নেতা কে মুরলীধরন এবং কেরলের বিরোধী দলনেতা ভি ডি সতীশানও যোগ দিয়েছিলেন।
Read full story in English