/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/ie-Untitled-design-66.png)
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে দলের নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার সাথে দলের নেতৃত্বের বৈঠকে। (পিটিআই)
চলতি বছরই লোকসভা নির্বাচন। তার আগেই দলের নেতাদের বিরাট পরামর্শ কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গের। বৃহস্পতিবার নেতাদের মতভেদ দূরে সরিয়ে রেখে লোকসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দিয়েছে তিনি। সেই সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে দলের জয় নিশ্চিত করতে আগামী তিন মাসের জন্য নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করার আহ্বান জানিয়েছেন খাড়গে।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক বিবৃতিতে খাড়গে বলেন, "দিনরাত কাজের মাধ্যমে আমরা লোকসভা নির্বাচনের পরে একটি বিকল্প সরকার দিতে সক্ষম হব,"।
পাশাপাশি দলের নেতাদের খাড়গের পরামর্শ মিডিয়ার কাছে অভ্যন্তরীণ সমস্যাগুলি না তুলে ধরে স্রেফ জয়ের লক্ষ্যেই কাজ করে যেতে হবে। তিনি বলেছেন, "বিজেপি গত ১০ বছরে তার সরকারের ব্যর্থতা ঢাকতে আবেগপ্রবণ বিষয়গুলিকে সামনে ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছে। তারা ইচ্ছাকৃতভাবে প্রতিটি ইস্যুতে কংগ্রেকে যুক্ত করছে"।
নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে, খাড়গের অভিযোগ, "আধুনিক ভারত গড়তে কংগ্রেসের অবদানকে উপেক্ষা করার চেষ্টা করছে মোদী সরকার" "আমাদের এবিষয়ে তাদের উপযুক্ত জবাব দিতে হবে,"।