Advertisment

রাজস্থানের মুখ্যমন্ত্রী সম্ভবত অশোক গেহলোট

মুখ্যমন্ত্রীর দৌড় থেকে ছিটকে গেলেন শচীন পাইলট। আজ সন্ধেতেই সম্ভবত রাজস্থানের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে গেহলোটের নাম ঘোষণা করা হবে বলে খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
sachin pailot, শচীন পাইলট

অশোক গেহলোট ও শচীন পাইলট। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

সব জল্পনার অবসান। অবশেষে রাজস্থানের মুখ্যমন্ত্রীর গদিতে ফের বসছেন অশোক গেহলোট। যার জেরে মুখ্যমন্ত্রীর দৌড় থেকে ছিটকে গেলেন শচীন পাইলট। আজ সন্ধেতেই সম্ভবত রাজস্থানের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে গেহলোটের নাম ঘোষণা করা হবে বলে সূত্রের খবর। এদিনই দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে চূড়ান্ত আলোচনার পরই রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

Advertisment

এদিন সকালেই কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা করেন অশোক গেহলোট ও শচীন পাইলট। ৬৭ বছর বয়সী রাজস্থানের দু’বারের মুখ্যমন্ত্রী গেহলোট। রাজস্থানের ভোটের রায়ে গেহলোটকেই মুখ্যমন্ত্রী হিসেবে চান দলের কর্মীদের একাংশ। এদিকে, ২০১৩ সালে ভোটে বিপর্যয়ের পর থেকে দলকে শক্ত হাতে ধরেছেন শচীন পাইলট। সে রাজ্যের কংগ্রেস প্রধান হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রীর দাবিদার হিসেবে পাইলটের নাম উঠে এসেছিল।

আরও পড়ুন, মধ্যপ্রদেশে কমল নাথেই ভরসা রাহুলের, রাজস্থান-ছত্তিসগড়ে দায়িত্ব নিচ্ছেন কারা? সিদ্ধান্ত আজই

রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হবেন? এই সংশয় কাটাতে নবনির্বাচিত বিধায়করা কী ভাবছেন, তার আন্দাজ পেতে মঙ্গল ও বুধবার তাঁদের সঙ্গে দেখা করেন কে সি বেণুগোপাল ও অবিনাশ পাণ্ডে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁদের পছন্দ জানতেই কংগ্রেসের শীর্ষ নেতারা দেখা করেন। এদিকে, সরকার গড়তে চেয়ে পাইলট ও গেহলোট দু’জনেই রাজ্যপাল কল্যাণ সিংয়ের কাছে দরবার করেন। উল্লেখ্য, বিধানসভা ভোটে দু’জনেই জয়ী হয়েছেন।

রাজস্থানে কংগ্রেসকে সমর্থনের সম্ভাবনা রয়েছে বিএসপি-র। এই প্রসঙ্গে এক বিএসপি নেতা বলেছেন, “অশোক গেহলোট মুখ্যমন্ত্রী হলে, তবেই কংগ্রেসকে সমর্থন করব আমরা”।

rajasthan CONGRESS
Advertisment