Advertisment

‘ভগবান গোয়াকে বাঁচান’, তৃণমূলের গৃহলক্ষ্মী প্রকল্পকে খোঁচা চিদম্বরমের, পালটা দিলেন মহুয়াও

Goa Poll 2022: সেই মহিলাপিছু ৫০০০ টাকা ঘোষণাকে কটাক্ষ করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Fuel Price, P Chidambaram, Modi Government

চিদাম্বরম ফাইল ছবি।

Goa Poll 2022: ভগবান গোয়ার সহায় হন। তৃণমূল কংগ্রেসের ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পকে খোঁচা দিয়ে এমন ট্যুইট করেছে পি চিদম্বরম। সম্প্রতি বাংলার শাসক দল গোয়ায় মহিলা ভোটারদের কাছে টানতে উদ্যোগ নিয়েছে। গোয়ার জন্য দলের দায়িত্বপ্রাপ্ত সাংসদ মহুয়া মিত্র গৃহলক্ষ্মী প্রকল্প ঘোষণা করেছেন। সেই প্রকল্পে সেই রাজ্যের সব মহিলাদের ৫০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে এই প্রকল্প। সেই মহিলাপিছু ৫০০০ টাকা ঘোষণাকে কটাক্ষ করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Advertisment

তিনি ট্যুইটে লেখেন, ‘এই দাবি অবাস্তব। এই অঙ্কটা দেখুন, যা অর্থনীতিতে নোবেল পাওয়ার যোগ্য। গোয়ার সাড়ে ৩ লক্ষ পরিবারপিছু ৫০০০ টাকা মানে মাসে ১৭৫ কোটি টাকা। বছরে ২ হাজার ১০০ কোটি টাকা। ইতিমধ্যে মার্চ ২০২০ পর্যন্ত গোয়ার ঘাড়ে ২৩,৪৭৩ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। তার উপর ২ হাজার ১০০ কোটি টাকা কোথা থেকে আসবে? ভগবান গোয়াকে রক্ষা করুক বা গোয়াকে কি একমাত্র ভগবান রক্ষা করবে?’

যদিও চিদম্বরমের ট্যুইটের পাল্টা দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। তিনি লেখেন, ‘হ্যাঁ স্যার। রাজ্য বাজেটের ৬-৮% মানে ২ হাজার ১০০ কোটি টাকা। যেটা ইচ্ছা থাকলে দেওয়া সম্ভব। কোভিড পরবর্তীকালে মানুষের হাতে নগদ জোগান দেওয়াই সচল অর্থনীতির লক্ষ্মণ।‘

জোডা়ফুলের নজরে গোয়া। শনিবারই বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে গোয়ায় গৃহলক্ষ্মী প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। এই প্রকল্প বাস্তবায়িত হলে মহিলারা মাসে ৫ হাজার টাকা করে পাবেন। তৃণমূলের সেই ঘোষণাকে বিঁধেই টুইট তথাগতর। তাঁর সাফ কথা, এই ঘোষণার পিছনে রয়েছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের মস্তিষ্ক। বিজেপি নেতা মনে করেন এর ফলে বাংলার মহিলাদের চেয়ে গোয়ার মহিলারাই তৃণমূলের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তৃণমূলের এই ঘোষণা আদতে বাংলার মহিলাদের অপমান বলেই তোপ দেগেছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

কী লিখেছেন তথাগত?

এদিন টুইটে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি লেখেন, ‘প্রশান্ত কিশোর বিহারের লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা। ভাবনা চিন্তা যা কিছু করেন প্রশান্ত কিশোর, আর মমতা করেন শুধু ঘোষণা। এ হেন বিহারী বাবুটি পশ্চিমবঙ্গের মহিলাদের দাম ধার্য করলেন মাথাপিছু প্রতি মাসে ৫০০ টাকা আর গোয়ার মহিলাদের দাম রাখলেন মাথাপিছু ৫০০০ টাকা প্রতি মাসে। বিহারী বাবু প্রশান্ত কিশোরের দৃষ্টিতে গোয়ার মহিলাদের তুলনায় পশ্চিমবঙ্গের মহিলারা সস্তা অনেকটাই। গোয়ার মহিলাদের দামের দশভাগের একভাগ মাত্র দাম পেলেন এ রাজ্যের মেয়েরা।’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment