Advertisment

বিজেপিকে ‘মোক্ষম জবাব’ দিতে নির্বাচনের আগে দু’দিনের কর্নাটক সফরে রাহুল গান্ধী

১০ মে রাজ্যে এক দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে

author-image
IE Bangla Web Desk
New Update
Karnataka election, Karnataka Elections 2023 LIVE, Karnataka election 2023, Karnataka election live updates, Karnataka polls 2023, Karnataka election polls 2023, Karnataka election updates, Karnataka election news updates

আজ কর্ণাটকে রাহুল গান্ধীর রোড শো, বসব জয়ন্তীতে সামিল হয়ে লিঙ্গায়তদের মন জয় করার চেষ্টা!

আজ কর্ণাটকে রাহুল গান্ধীর রোড শো, বাসব জয়ন্তীতে সামিল হয়ে লিঙ্গায়তদের মন জয় করার চেষ্টা! সামনেই কর্ণাটক বিধানসভা নির্বাচন। তার আগেই দু’দিনের কর্ণাটক সফরে রাহুল গান্ধী। এবারের কর্নাটক নির্বাচনে কংগ্রেসের দুটি বড় মুখ রয়েছে। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং অন্যজন রাজ্য সভাপতি ডি কে শিবকুমার। ১০ মে রাজ্যে একক পর্বের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ১৩ই মে।

Advertisment

এদিকে মুখ্যমন্ত্রী বোমাই বলেছেন, "একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর এইরকম বিবৃতি দেওয়া ঠিক নয়। তিনি বলেছেন যে পুরো লিঙ্গায়ত সম্প্রদায় দুর্নীতিগ্রস্ত, অতীতে ব্রাহ্মণ সম্প্রদায়কে উপহাস করা হয়েছিল। এর আগে তিনি লিঙ্গায়ত-বীরশৈব সম্প্রদায়কে ভাঙার চেষ্টা করেছিলেন যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। রাজ্যের মানুষ সিদ্দারামাইয়াকে উচিত জবাব দেবে”।

রাহুল গান্ধীর সফর ঘিরে কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যপক উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিজয়পুরায় রোড শো করবেন রাহুল গান্ধী। বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর কর্ণাটকে এটি রাহুলের দ্বিতীয় সফর। পাশাপাশি রাহুল গান্ধী আজ বাগালকোট জেলায় বাসব জয়ন্তী উদযাপনে অংশ নেবেন।

রবিবার সকালে হুবলি পৌঁছানোর পর হেলিকপ্টারে করে বাগলকোটের কুদালসঙ্গম ময়দানে যাবেন রাহুল গান্ধী। যেখানে তিনি কুদালসঙ্গম মন্দির এবং বাসভন্নের ইউনিটি হল পরিদর্শন করবেন। রাহুল গান্ধী কুদালসঙ্গমের বাসব মন্ডপে বাসব জয়ন্তী অনুষ্ঠানে অংশ নেবেন এবং তারপর দাসোহা ভবনে প্রসাদ বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন। রাহুল গান্ধী সন্ধ্যায় বিজয়পুরে পৌঁছাবেন এবং বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত রোড শো করার কথা রয়েছে তাঁর।

rahul gandhi karnataka
Advertisment